মঙ্গবার, ০৩ িসেম্র ২০২৪, সময় : ১১:৩০ pm
মোস্তফা কামাল (নিজস্ব প্রতিবেদক) মোহনপুর :
আগামী ২৯ মে রাজশাহীর মোহনপুর উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে মোটরসাইকেল শোডাউন ছাড়াও নানা ধরণের প্রচারণা চালিয়েছেন কেশরহাট বাজার বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী কাজি হাবিবুর রহমান মিঠু।
বৃহস্পতিবার ২ মে দুপুরে কয়েক শতাধিক মোটরসাইকেল বহর নিয়ে তিনি কেশরহাট বাজার হতে যাত্রা করেন।
পরে বিশাল বহরের এ সোডাউন উপজেলা সদর, ধুরইল, মৌগাছি ও জাহানাবাদসহ বিভিন্ন হাটবাজার ও পাড়া মহল্লায় গনসংযোগ করে ভোট প্রার্থনা করা হয়।
এসময় ভোটার, সমর্থক এবং দলীয় নেতাকর্মীদের ভালবাসায় সিক্ত হন তিনি।
কাজি হাবিবুর রহমান মিঠু বলেন, আমরা রাজনৈতিক পরিবার। মানুষের সঙ্গে মিশে সেবা দেয়া আমাদের অতীত থেকেই সুনাম রয়েছে। আমি কেশরহাট বাজার বনিক সমিতির নির্বাচনে বিপুল পরিমাণ ভোট পেয়ে নির্বাচিত হয়েছি।
তিনি আরও বলেন, উপজেলার মানুষ আমাকে ভালবাসা দেখিয়েছেন। ভোটারগণ আমাকে বিপুল সংখ্যক ভোট দিয়ে বিজয় করবেন বলে আশাবাদী তিনি। রা/অ