বুধবা, ১৫ মে ২০২৪, সময় : ১২:২৩ pm

সংবাদ শিরোনাম ::
গাইবান্ধায় মধ্যরাতে গৃহবধূর খাটের নিচে প্রাক্তন স্বামী, অতঃপর.. কাজাখস্তানে স্ত্রীকে হত্যার দায়ে সাবেক মন্ত্রীকে ২৪ বছরের কারাদণ্ড বলিউডের অন্যতম ‘ফিট’ শিল্পা শেঠির বিরুদ্ধে পশু নিগ্রহের অভিযোগ জেলা ডিবির অভিযানে চারঘাটে মাদকসহ গ্রেপ্তার ১ গুলিস্তানের কাপড় অনলাইনে পাকিস্তানের বলে বিক্রি করেন তনি! বাগমারায় চলছে পুকুর খননকারীদের রামরাজত্ব, উদাসিন প্রশাসন চমক রেখেই বিশ্বকাপ দল ঘোষণা বিসিবি’র মোহনপুরে প্রভাবশালীর দখলে থাকা খাসপুকুর উন্মুক্ত করলেন ইউএনও গোদাগাড়ীতে মাদক মামলার আসামি বিদেশে, কলেজছাত্রকে ধরে জেলে আগামী ২৯ মে পবা ও মোহনপুরে ভোট, ৩৩ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ বাগমারায় ফসলি জমিতে রাস্তা নির্মাণ বন্ধে ডিসির নিকট আবেদন হজ্জের গুরুত্ব ও ফজিলত : লেখক, দুধরচকী আদেশ চূড়ান্ত হওয়ার আগেই কনডেম সেলে রাখা অবৈধ : হাইকোর্ট জবি শিক্ষার্থী তিথির ধর্ম নিয়ে কটূক্তি : ৫ বছর কারাদণ্ড গোমস্তাপুরে পরীক্ষার্থী দুইজন পাস করেনি কেউ, শিক্ষক ৮ জন! মোহনপুরে প্রশাসন ম্যানেজ করে খাসপুকুর সংস্কারের নামে প্রতারণা তানোরে প্রেমের ফাঁদে পড়ে শিক্ষিকার ১৮ লাখ টাকা খোয়া দুর্গাপুর সাংবাদিক কল্যাণ সমিতির আহবায়ক কমিটি গঠন নাসিরগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আজাহারকে বিদায় সংবর্ধনা সীমান্ত সড়ক পার্বত্য অঞ্চলকে উন্নয়নের স্রোতধারায় একীভূত করেছে : মো. রেজুয়ান খান
নাটোরে ফসলি জমিতে পুকুরখনন নিয়ে সংঘর্ষে ১২ জন আহত

নাটোরে ফসলি জমিতে পুকুরখনন নিয়ে সংঘর্ষে ১২ জন আহত

ডেস্ক রির্পোট :
নাটোরে ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খনন নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাতে গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নের বামনকোলা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ এবং স্থানীয়রা জানান, মশিন্দা চরপাড়া এলাকায় তিন ফসলি জমিতে অবৈধভাবে একটি পুকুর খনন চলছিল। সেই পুকুর কেটে মাটি বহন করার ফলে পাশের বামনকোলা গ্রামের রাস্তায় মাটি পড়ে অনেক ধুলার সৃষ্টি হয়।

এতে গ্রামবাসী চরম ভোগান্তিতে পড়েন। ভোগান্তি দূর করতে ওই গ্রামের বাসিন্দা নজরুল ইসলামসহ কয়েকজন ধুলা থেকে রক্ষা পেতে রাস্তাটিতে পানি দিয়ে ভিজিয়ে দিতে থাকেন।

এতে রাস্তা পিচ্ছিল হওয়ায় অভিযোগ এনে পুকুর খননকারী হাফিজুল দলবলসহ গিয়ে এসে তাদের পানি দিতে নিষেধ করেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে নজরুলের ওপর হামলা চালান তারা।

এরই একপর্যায়ে গ্রামবাসী প্রতিবাদ করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ লেগে যায়। এতে লাঠিসোঁটার আঘাতে চার নারীসহ উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হন।

গুরুদাসপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় মামলা হওয়ার পর তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, নির্বাচন কমিশনের মিটিংয়ের জন্য ঢাকায় ছিলাম। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখতে অতিরিক্ত পুলিশ সুপার এবং সিংড়া সার্কেলের সহকারী পুলিশ সুপারকে ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি। রা/অ

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.