শনিবর, ১৪ েপ্টেম্বর ২০২৪, সময় : ০৩:২৯ am
নাটোর প্রতিনিধি : কনকনে শীত উপেক্ষা করে গাড়িতে করে শীতবস্ত্র (কম্বল) নিয়ে নাটোর শহরের বিভিন্ন এলাকা ঘুরে ছিন্নমূল, দরিদ্র ও অসহায় মানুষদের জ্যাকেট ও কম্বল বিতরণ করলো সিহাম আল্পনা ফাউন্ডেশন।
গতকাল মঙ্গলবার (৫ জানুয়ারি) রাতে শহরের রেলওয়ে ষ্টেশন, রেলবস্তি, তেবাড়িয়া হাট ও দক্ষিণ বড়গাছা এলাকায় ৫ শতাধিক শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেন সিহাম আল্পনা ফাউন্ডেশনের মহাসচিব এম হাসান পরশ।
কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিন নাটোর প্রতিনিধি নাসিম উদ্দীন, বিশিষ্ট সমাজসেবক মমিন সরকার, খোকন মোল্লা গণমাধ্যমকর্মী খান মামুন, ওয়াকিল আহম্মেদ সাগর ।
কম্বল পাওয়া রিক্সাওয়ালা মান্নান মিয়া বলেন, গত তিনদিন ধরে প্রচণ্ড শীত পড়েছে। কোনো কিছুতেই যেন শীত কাটানো যাচ্ছে না। আমরা গরিব মানুষ টাকা-পয়সাও নেই যে কাপড় কিনে শীত নিবারণ করবো।
সিহাম আল্পনা ফাউন্ডেশনের মহাসচিব এম হাসান পরশের পক্ষ থেকে নাটোর, বগুড়া ও ঢাকায় ছিন্নমূল শীতার্ত নারী-পুরুষ ও শিশুদের শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে।