শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ০৬:৫৮ am
নিজস্ব প্রতিবেদক, বাগমারা :
রাজশাহীর বাগমারা প্রেসক্লাবের নবগঠিত কমিটির সভাপতি আলতাফ হোসেন মন্ডলের বিরুদ্ধে একটি সাজানো মিথ্যা ভিডিও ফেসবুকে আপলোড দিয়ে অপপ্রচার চালাচ্ছেন একটি কুচক্র মহল। নিজের স্বার্থে ব্যাঘাত ঘটায় এমন লোককে দিয়ে একটি সাজানো ভিডিও তৈরি করে তা ফেসবুকসহ বিভিন্ন গ্রুপে আপলোড দিয়ে চলেছে এই প্রতারক চক্রটি।
এসব ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বাগমারা প্রেসক্লাবের সভাপতিসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। এবং দ্রুত মিথ্যা এই ভিডিও ফেসবুক ও বিভিন্ন গ্রুপ থেকে সরিয়ে নিতে বলা হয়েছে। সেটা করা না হলে ওই সকল আইডি এবং গ্রুপের বিরুদ্ধে বাগমারা থানায় মামলা দায়ের করা হবে বলে জানান প্রেসক্লাবের সভাপতি আলতাফ হোসেন মন্ডল।
তিনি জানান, বাগমারা থেকে অপসাংবাদিকসহ নাম সর্বস্ব মিডিয়া কর্মী এবং দালালদের বিরুদ্ধে প্রশাসনের সহযোগীতায় অনৈতিক কর্মকান্ড বন্ধ করার উদ্যোগ নেয়া হয়েছে। সেই সাথে নিরিহ মানুষ যেন হয়রানির শিকার না হয় সে ব্যাপারে সদা তৎপর রয়েছে বাগমারা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। এবং সেই অনৈতিক কর্মকান্ড বন্ধ করতে গিয়ে তারাই অন্য পথে হাটছেন।
নাম পরিচয় বিহিন একজন লোক দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন ভিডিও তৈরি করেছে এই চক্রটি। সেই সাথে সেটা ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করছেন তারা। এবং ভিডিওটি সোমবার রাতে প্রেসক্লাবের সাংবাদিকদের নজরে পড়ে। তৎক্ষনাত এ রকম মিথ্যা, বানোয়াট ভিডিও তৈরি করে কেন ফেসবুকেসহ বিভিন্ন গ্রুপে আপলোড করার প্রতিবাদে প্রেসক্লাবের পক্ষ থেকে গতকাল মঙ্গলবার দুপুরে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
সেই সাথে কোন উদ্দেশ্য নিয়ে চক্রটি এই অপপ্রচার চালাচ্ছেন তা ক্ষতিয়ে দেখতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন সাংবাদিকরা। এদিকে ওই সকল আইডির বিরুদ্ধে বাগমারা প্রেসক্লাবের পক্ষ থেকে থানায় আইসিটি আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এছাড়া নাম পরিচয় বিহিন সাক্ষাৎ প্রদানকারী ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে অনুসন্ধান শুরু করা হয়েছে। পাশাপাশি কারা এটি তৈরির সাথে জড়িত তাদের বিষয়ে ক্ষতিয়ে দেখা হচ্ছে। আজকের তানোর