শহিদুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক) নাচোল :
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় বর্তমান সরকারের বিভিন্নমুখি উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে চেয়ারম্যানসহ ওয়ার্ড সদস্যদের সাথে জেলা প্রশাসক মনজুরুল হাফিজের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৩১ আগস্ট দুপুর ১২টার দিকে উপজেলা হল রুমে ইউএনও সাবিহা সুলতানা’র সভাপতিত্বে জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মঞ্জুরুল হাফিজ ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা সহকারী কমিশনার ভূমি খাদিজা বেগম, পৌর মেয়র আব্দুর রশিদ ঝালুখান, ওসি সেলিম রেজা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাঈম।এছাড়াও অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, সাদির আহমেদ ও আমিনুল হক।
প্রধান অতিথি জেলা প্রশাসক মনজুরুল হাফিজ বলেন, সরকারের বিভিন্নমুখি উন্নয়নমূলক কর্মকাণ্ডকে সংরক্ষন ও বেগবান করার লক্ষ্যে ইউপি চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্যদের একসাথে কাজ করতে হবে। জন্ম ও মৃত্যু নিবন্ধন শতভাগ অর্জিত করণ এবং বাল্যবিয়ে ও মাদক প্রতিরোধে সকলকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে ।
এদিকে মত বিনিময় সভার পূর্বেই জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ উপজেলা পরিষদ চত্বরে শিশু পার্ক উদ্বোধন করেন। আজকের তানোর