রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৯:০০ pm

সংবাদ শিরোনাম ::
রাজধানীতে প্রেসক্লাবে ব্যাটারিচালিত রিকশাচালক, যান চলাচল বন্ধ একতরফা নির্বাচন গায়ের জোরে করতে চাই না কেউ : নতুন সিইসি গাজীপুরে দুর্ঘটনায় নিহর শিক্ষার্থী সাকিবের লাশ রাজশাহীতে দাফন কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন গোদাগাড়ীতে প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আমবাগান থেকে বাঘায় দিনমুজুরের গলাকাটা লাশ উদ্ধার নগরীতে জেলা কৃষকলীগ সভাপতি তাজবুল ইসলামসহ ১৫ জন গ্রেপ্তার নাচোলে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ১৪৮তম শাখা উদ্বোধন গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম চেয়েছিলেন শেখ হাসিনা : সাকি তানোরে আলু বীজে মহাসিন্ডিকেট, দ্বিগুন দামে দিশেহারা চাষীরা! দুর্গাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিক সরকারের দাফন সম্পন্ন দুর্গাপুরে বিএনপি’র আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার তানোরে সার বিতরণে অনিয়ম ও পাঁচার রোধে হট্টগোল মারপিট দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি রাজশাহীতে সমন্বয়ক পেটানোর ব্যাখ্যা দিল মহানগর ছাত্রদল
আড়াই মাস ধরে অচল নেসকোর টেলিসেবা

আড়াই মাস ধরে অচল নেসকোর টেলিসেবা

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে আড়াই মাস ধরে অচল নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) অফিসের টেলিসেবা। নগরীতে কোনো বাসা-বাড়ি কিংবা অফিসে বিদ্যুতের সমস্যায় পড়লে একাধিকবার ফোন করেও কোনো সাড়া মেলে না। এতে জনমনে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ।

খোঁজ নিয়ে জানা গেছে, রাজশাহীর নেসকো অফিসের টেলিসেবা ডেস্কে কাজ করেন তিনজন। মতিউর রহমান (ইলেকট্রিক-এ), আলমগীর হোসেন (লাইনম্যান-এ) এবং মো. নুরুল ইসলাম (লাইনম্যান-সি)।

সোমবার (২৩ আগস্ট) সরেজমিনে গিয়ে টেলিসেবা ডেস্কে পাওয়া যায় নুরুল ইসলামকে। তিনি কাজ করছেন ৩৫ বছর যাবত। প্রথমে লাইনম্যান হিসেবে সরকারিভাবে চাকরি করতেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে (পিডিবি)। পরে বিদ্যুতখাত বেসরকারি খাতে চলে যাওয়ায় সরকারি চাকরি ছেড়ে যোগ দেন নেসকোতে। দীর্ঘদিন ধরে টেলিফোন অচল হয়ে পড়ে থাকার বিষয়টি স্বীকার করেছেন তিনি।

টেলিসেবার বিড়ম্বনার বিষয়ে জানতে চাইলে লাইনম্যান নুরুল ইসলাম বলেন, অনেকদিন ধরেই নেসকোর টেলিফোন নষ্ট হয়ে পড়ে আছে। বৃষ্টিতে টিঅ্যান্ডটি লাইনের সমস্যা দেখা দেওয়ায় এ অবস্থা। কর্তৃপক্ষকে এ বিষয়ে অবহিত করা হয়েছে। কর্তৃপক্ষ টিঅ্যান্ডটিকে জানালেও পুরোপুরি সমস্যার সমাধান হয়নি। মাঝে মধ্যে বিরক্ত হয়ে দু-একবার আমি নিজ খরচে তাদের ডেকে ঠিক করিয়েছিলাম। এরপরও আবার আগের মতোই অবস্থা।

তিনি আরও বলেন, শুধু আমাদের রাজশাহীর সবজিপাড়া অফিস নয়, নেসকোর ডিভিশন-৩ এরও একই দশা। সেখানেও টেলিফোন সংযোগে সমস্যা। কাউকে কিছু বলেও লাভ হয় না। কিন্তু জনগণ টেলিসেবা ডেস্কে এসে আমাদের যা ইচ্ছে তাই গালিগালাজ করে যান। পরে তাদের বুঝিয়ে বললে তারা বিষয়টি বুঝতে পারেন। কিন্তু তাতেও অনেকের ক্ষোভ মেটে না।

নগরীর শিরোইল কলোনি এলাকার বাসিন্দা এহসানুল হক ডালিম। টানা তিন দিন যাবত ভুগেছেন বিদ্যুৎ সংযোগের সমস্যা নিয়ে। তিনি বলেন, টানা তিন দিন যাবত বাড়িতে বিদ্যুৎ সংযোগ ছিল না। কর্মব্যস্ততার কারণে বাইরে ছিলাম। পরিবারের নারী সদস্যরা বিদ্যুৎ অফিসে বারবার কল করেও যোগাযোগে ব্যর্থ হয়। বাধ্য হয়ে আমার শ্যালককে বিদ্যুৎ অফিসে একাধিকবার পাঠালে তিনদিন পর লাইন ঠিক করে দেয় তারা।

তীব্র ক্ষোভ নিয়ে নগরীর রবের মোড় এলাকার লালু হোসেন বলেন, সময় মতো বিদ্যুৎবিল ঠিকই পরিশোধ করা হয়। কিন্তু সময় মতো নেসকোতে বিদ্যুতের সমস্যার সমাধান চেয়ে পাওয়া যায় না।

তিনি আরও বলেন, আমার বাড়িতে দুদিন বিদ্যুৎ ছিল না। ফোনে না পেয়ে বাধ্য হয়ে অফিসে গেলে বিদ্যুতের লাইন ঠিক করানো হয়। এছাড়া লাইন ঠিক করতে আসলে লাইনম্যানদের দিতে হয় চা-পানি খাওয়ার টাকাও।

এ বিষয়ে নেসকোর ডিভিশন-৩ এর নির্বাহী প্রকৌশলী মো. শরিফুল আওলাদ বলেন, মূলত, বৃষ্টির পানি পড়ায় বিদ্যুতের তারগুলোতে মরিচা পড়ে যায়। এতে বর্ষা মৌসুমে বিদ্যুতের লাইনগুলোতে বেশি সমস্যা দেখা দেয়। এজন্য টেলিসেবা ডেস্কে গ্রাহকদের ফোনকল আসে বেশি। টেলিফোনে একাধিক ফোন আসলে তখন স্বাভাবিকভাবেই ব্যস্ত বা বন্ধ দেখায়। এ কারণেই অনেকে ভুল বোঝেন।

তিনি আরও বলেন, টেলিফোন সংযোগে সমস্যা হয়েছে এটাও সত্য। এ বিষয়ে টেলিফোন অফিসে কথা হয়েছে। তবে ঠিক করার পরও মাঝে মধ্যে এমন সমস্যা দেখা দেয়। টেলিসেবা, ইন্টারনেট ও বিভিন্ন অত্যাধুনিক সেবার আওতায় গ্রাহকসেবা বাড়ানোর কাজ চলমান রয়েছে। আশা করছি খুব দ্রুত এসব সমস্যার স্থায়ী সমাধান হবে।

এ বিষয়ে কথা হয় রাজশাহী উত্তরাঞ্চল টেলিযোগাযোগ কার্যালয়ের (বিটিসিএল) উপপরিচালক মো. গোলাম মোর্শেদের সঙ্গে। তিনি বলেন, নেসকো অফিসের টেলিসেবা ডেস্কের টেলিফোনের সংযোগের সমস্যার বিষয়ে আমার সঠিক জানা নেই। আমি বিস্তারিত জেনে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.