রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৮:৫৩ pm
নিজস্ব প্রতিবেদক : মাসব্যাপি শোক দিবসের কর্মসূচীর আওতায় বেসরকারী উন্নয়ন ও মানবাধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার লফস গাছ লাগাই-পরিবেশ বাঁচাই স্লোগোনে বাড়ীর পতিত জায়গায় গাছ লাগানোর আহবান জানিয়ে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর সহযোগিতায় গাছের চারা বিতরন কর্মসূচীর উদ্ধোধন করা হয়।
গাছের চারা বিতরণ অনুষ্ঠান উদ্ধোধন করেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর উপ মহাব্যবস্থাপক মোস্তফা কামাল ভুইয়া। অনুষ্ঠানে সংস্থার নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন উপস্থিত থেকে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে পিডিডও’র নির্বাহী পরিচালক এ.কে.এম এনামুল হক ও উপ-পরিচারক মোঃ ইমরান আলী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর উপ-মহা ব্যবস্থাপক মোস্তফা কামাল ভুইয়া লফস এর মাসব্যাপি শোক দিবসের কর্মসূচীর আওতায় গাছ লাগাই-পরিবেশ বাঁচাই স্লোগানটিকে বাস্তবে রুপ দেওযার আহবান জানান। তিনি গাছের সাথে পরিবেশের গুরুত্ব উপস্থিত নারী ও শিশু সদস্যদের মাঝে তুলে ধরেন। তিনি বলেন শুধু গাছ লাগালে হবে না সুষ্ঠ পরিচর্চাও করতে হবে।
তিনি জাতীর জনকের প্রতি শ্রদ্ধা জানিয়ে সকরকে শুভেচ্ছা ও করোনা কালে সকরকে মাস্ক পড়ার আহবান জানান। সংস্থার নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন বিএনএফ এর উপ-ব্যবস্থাপনা পরিচালককে রাজশাহী সফরের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন পরিবেশ উন্নয়নে গাছের গুরুত্ব অপরিসিম। রাজশাহী হচ্ছে গ্রিন সিটি তাই সকলকে এই শহর রক্ষায় নিজ নিজ অবস্থান থেকে শহরকে পরিচ্ছন্ন রাখতে হবে।
এসময় অনুষ্ঠানে লফস পরিবারের সদস্য প্রাগ্রাম ম্যানেজার মোঃ সালাউদ্দিন, প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন, প্রোগ্রাম এসিসটেন্ট সুলাতানা রিজিয়া, সুপার ভাইজার টুম্পা পাল সহ নারী ও শিশু সদস্য অংশ নেন। আজকের তানোর