রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০১:৩৯ am
নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাস সংক্রমণজনিত কারণে সাময়িকভাবে কর্মহীন হয়ে পড়া অসচ্ছল সংস্কৃতিসেবীদের এককালী সহায়তা দেয়া হয়েছে। প্রধান মন্ত্রীর সহায়তা তহবিল থেকে উপজেলার অসচ্ছল ২৭ জন সংস্কৃতিসেবীদের জনপ্রতি তিন হাজার টাকা প্রদান করেন মহিলা সংসদ সদস্য এ্যাড: আদিবা আনজুম মিতা।
সোমবার তানোর উপজেলা হল রুমে আনুষ্ঠানিক ভাবে উপজেলার ২৭ জন সংস্কৃতিসেবীদের মাঝে মোট ৮১ হাজার টাকার চেক প্রদান করা হয়। অনুষ্ঠানে তানোর উপজেলা নিবার্হী কর্মকর্তা পংকজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মহিলা সংসদ সদস্য এ্যাড আদিবা আনজুম মিতা।
সাংসদ মিতা বলেন, তানোর ২৭ জন ও গোদাগাড়ীতে ২৫ জন অসচ্ছল সংস্কৃতিসেবীদের জন্য ১ লাখ ৫৬ হাজার টাকা আমি প্রধানমন্ত্রীর সহায়তা তহবিল থেকে অনুদান হিসাবে এনে আপনাদের হাতে দিলাম। আপনারা প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন এবং আ’লীগের সঙ্গে থাকবেন।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলালীগের সভানেত্রী ও মহিলা ভাইস চেয়ারম্যান সোনীয়া সরদার, ভাইস চেয়ারম্যান আবু বাক্কার, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান প্রমুখ। এসময় উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আজকের তানোর