সমবার, ১১ নভেম্বর ২০২৪, সময় : ০৯:৩৪ am
নিজস্ব প্রতিবেদক : নদীভাঙন প্রতিরোধে গৃহীত সব প্রকল্প বাস্তবায়ন এবং বিভিন্ন জটিলতা নিরসন ও অর্থছাড়ের দাবিতে পাউবোর রাজশাহী অফিস ঘেরাও করে বিক্ষোভ সমাবেশ করেছে সমন্বিত ঠিকাদার সমাজ। এর পর মহাপরিচালক বরাবর স্মারকলিপিও দেন তারা।
রোববার দুপুরে শতাধিক ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক, কর্মকর্তা ও কর্মচারীরা বিক্ষোভ মিছিলসহ রাজশাহীর সপুরা এলাকায় পাউবোর অফিসের সামনে সমাবেশ করেন। সেখানে ঠিকাদার সমাজের আহ্বায়ক ইঞ্জি. খাজা তারেকের সভাপতিত্বে প্রধান উপদেষ্টা জামাত খান, মাহফুজুল আলম লোটন, ডাবলু সরকার, মাসুদ রানা শাহীন, তপন সেন প্রমুখ বক্তব্য রাখেন।
এর পর রাজশাহী অঞ্চল পাউবোর প্রধান প্রকৌশলী একেএম শফিকুল ইসলামের মাধ্যমে মহাপরিচালক বরাবর একটি স্মারকলিপি হস্তান্তর করা হয়।
ঠিকাদাররা বলেন, পদ্মাসহ রাজশাহী অঞ্চলের নদনদীগুলোতে বন্যার পানি বৃদ্ধিসহ ভাঙন একটি সাংবাৎসরিক ঘটনা। এ সময়ে পাউবো থেকে তালিকাভুক্ত ঠিকাদারকে জরুরি নদীতীর প্রতিরক্ষা কাজের আদেশ দেওয়া হয়। কিন্তু এ সময়ে কাজের জন্য পাথর, শ্রমিক, বালুসহ প্রতিরক্ষা উপকরণ সহজে পাওয়া যায় না। আর বড় বিষয় হলো— জরুরি প্রতিরক্ষা কাজের বিল পেতে ঠিকাদারদের হতে হয় ব্যাপক হয়রানির শিকার। জরুরি কাজসহ প্রকল্প কাজের বিল পেতে অপেক্ষা করতে হয় বছরের পর বছর।
পাউবোর প্রকল্প ও জরুরি কাজের মূল্যায়নের ক্ষেত্রে রয়েছে বিভিন্ন আমলাতান্ত্রিক জটিলতা। এসব কাজের মূল্যায়ন ও বাস্তবায়ন নিরূপণে রয়েছে পাউবোর বিভিন্ন কমিটি। এসব কমিটির লোকেরা সময়মতো কাজ করেন না বলেই এসব ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকরা গুরুতর আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন বলেও জানান তারা।
এর আগে ২০১৯ সালে পাউবোর বোর্ডসভায় সিদ্ধান্ত হয়েছিল যে, নদীভাঙন প্রতিরোধে জরুরি কাজের ক্ষেত্রে স্থানীয় কমিটি দিয়ে কাজ সম্পন্ন করে সে অনুযায়ী বিল প্রদান করা হবে। কিন্তু সেই সিদ্ধান্তের বাস্তবায়ন হয়নি। আজকের তানোর