রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৯:১৭ am
নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের তাড়াশে হত্যার ভয় দেখিয়ে দীর্ঘদিন ধরে জোরপুর্বক নিজের দুই মেয়েকে ধর্ষণের মামলায় পিতা দবির উদ্দিনকে গ্রেপ্তার হয়েছে করেছে র্যাব-১২ ও পুলিশের একটি যৌথদল।
বুধবার (১৮ আগস্ট) সলঙ্গা থানার দবিরগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দবির উদ্দিন (৪৫) উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের চর-হামকুড়িয়া গ্রামের বাসিন্দা ও ধর্ষিতা দুই মেয়ের আপন পিতা। বুধবার সকালে র্যাব-১২ ও পুলিশের যৌথ অভিযানে তাকে সলঙ্গা থানার দবিরগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
বুধবার বিকেলে মামলার তদন্তকারী কর্মকর্তা তাড়াশ থানার উপ-পরিদর্শক (এস. আই) আব্দুস সালাম ও দুই মেয়ের মা সেলিনা খাতুন জানান, গত সোমবার মা সেলিনা খাতুন গ্রামের মাঠের মধ্যে কাজ করতে গেলে পিতা দবির উদ্দিন তার ছোট মেয়েকে হত্যার ভয় দেখিয়ে ধর্ষন করে। শুধু তাই নয় দীর্ঘদিন ধরে আরকে মেয়েকেও হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ করে আসছিল। এ অবস্থায় স্কুল পড়ুয়া ধর্ষিত ছোট মেয়ে বড়বোনকে মোবাইলে সব ঘটনা জানায়।
মা সেলিনা খাতুন আরও জানান, আমি দিন মজুরের কাজ করতে গেলে বা কোনো কারণে বাড়িতে না থাকলে তার স্বামী তার দুই মেয়ের সাথে এসব করতেন। আমি জানতাম না। মেয়েরা কখনও আমাকে জানায়নি। পরবর্তীতে ধর্ষনের ঘটনা জানাজানি হয়। এক পর্যায়ে মঙ্গলবার দুপুরে ধর্ষিতাদের মা সেলিনা খাতুন তাড়াশ থানায় বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে দুই মেয়েকে ধর্ষন করার অপরাধে মামলা করেন।
পরে বুধবার সকালে র্যাব-১২ ও পুলিশের যৌথ অভিযানে ধর্ষক পিতা দবির উদ্দিনকে সলঙ্গা থানার দবিরগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে তাড়াশ থানার ওসি ফজলে আশিক জানান, দবির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। মেয়েদের ধর্ষনের কথা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।