রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৩:২২ pm
নিজস্ব প্রতিবেদক :
রাতের ভারি বৃষ্টিতে হাঁটু পানি জমেছে রাজশাহী জেলা পরিষদ কার্যালয়ে। বুধবার রাতের ভারি বর্ষনের ফলে নগরীর শ্রীরামপুর এলাকায় শহীদ এএইচএম কামারুজ্জামান পার্ক ও চিড়িয়াখানা সংলগ্ন রাজশাহী জেলা পরিষদ কার্যালয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। যার ফলে রাজশাহী জেলা পরিষদের সব কর্মকর্তা-কর্মচারীরা চরম দুর্ভোগের শিকার হয়েছেন।
জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম¥দ আলী সরকার জানান, প্রতিটি কক্ষে হাঁটু পর্যন্ত পানি থাকায় জেলা পরিষদ কার্যালয়ের সব কর্মকাণ্ড থেমে আছে। সকাল থেকে স্যালোমেশিন ও অফিসের কর্মচারীরা পানি নিষ্কাশনের পর দুপুরের দিকে গুরুত্বপূর্ণ দফতরগুলোর কার্যক্রম শুরু হয়।
তিনি আরও বলেন, ‘বহুদিন থেকে জেলা পরিষদ ভবনটির বেহাল অবস্থা। ২০১৮ সালে আমার কক্ষে একটি বিষধর সাপ ধরা পরে। আমি জেলা পরিষদে আসার পর রাজশাহী কোর্ট সংলগ্ন জেলা পরিষদের নিজস্ব জায়গায় নতুন ভবনের কাজ প্রায় শেষ করেছি।
আগামী সেপ্টম্বর মাসের প্রথম সপ্তাহে নতুন ভবনে জেলা পরিষদ কার্যালয়টি স্থানান্তর করা হবে। তখন এই দুর্ভোগ থেকে কর্মকর্তা-কর্মচারীরা রক্ষা পাবেন।’ আজকের তানোর