সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০৬:২৫ am
ডেস্ক রির্পোট : প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হয়ে দীর্ঘ ৪ মাস পর প্রকাশ্যে দলীয় রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী৷ প্রথম দিন শুক্রবার ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর এক অনুষ্ঠানে অংশ নিয়ে স্বাস্থ্য খাতে সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন তিনি৷
বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এদিন দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করেন রিজভী। এ সময় তার সঙ্গে ছিলেন ড্যাবের সভাপতি অধ্যাপক হারুন আল রশিদ ও মহাসচিব অধ্যাপক আব্দুস সালাম৷
দীর্ঘদিন পর গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হয়ে বিএনপির এ সিনিয়র নেতা বলেন, করোনার টিকা নিয়ে কত নাটক হয়েছে, কত নাটক হচ্ছে তার সবই আপনারা দেখেছেন। মানুষের দৃষ্টিকে ভিন্নখাতে প্রবাহিত করতে এমন কোনো প্রচেষ্টা নেই যা সরকার করছে না৷ দেশের জেলা ও উপজেলা পর্যায়ে করোনার কোনো চিকিৎসা নেই। আইসিইউ তো নেই-ই, অক্সিজেন সরবারহ ও ওষুধপত্রও নেই।
প্রসঙ্গত, গত ১৬ এপ্রিল কোভিড-১৯ আক্রান্ত হয়ে দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসা নেন রিজভী৷ করোনা মুক্ত হয়ে জুন মাসে বাসায় ফিরলেও থাকতে হয় চিকিৎসকদের পর্যবেক্ষণে। এ সময় রাজনৈতিক কর্মকাণ্ড বা নেতাকর্মীদের সংশ্লিষ্টতা থেকে বিরত থাকতে হয় তাকে। অথচ অসুস্থ হওয়ার আগে প্রায় প্রতিদিনই দলের অবস্থান তুলে ধরে সাংবাদিকদের মুখোমুখি হতেন তিনি। সূত্র : 24 live Newspaper