শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ১১:৪৯ pm
আশরাফুল ইসলাম রনজু, তানোর :
রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুুমালা এলাকায় চোরাই মালামালসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গত (৫ আগস্ট) সোমবার দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়। মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের সাব ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম আর সহকারি সাব ইন্সপেক্টর মো. সাহাজুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে চোরাই মালামালসহ তাদের গ্রেফতার করেন।
পুলিশ জানান, গোদাগাড়ী উপজেলার কোন এক এলাকায় চুরির ঘটনা ঘটে। ওই ঘটনায় জড়িত সন্দেহে কাকঁনহাট পুলিশ তদন্ত কেন্দ্রে মামলা হয়। ওই মামলার সূত্র ধরে সোমবার দিবাগত রাতে মুন্ডুমালা সাদিপুর এলাকা থেকে আশাদুল (৩৮) ও জিয়াকে (৩১) গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এসময় চোরাই টিভি, মনিটর, রিমোট, গ্যাসের চুলা ও দুটি মোবাইল তাদের কাছ থেকে উদ্ধার করা হয়।
এব্যাপারে মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের সাব ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মুন্ডুমালা পৌর এলাকার সাদিপুর মহল্লায় অভিযান চালিয়ে চোরাই মালামালাসহ আশাদুল ও জিয়াকে গ্রেফতার করা হয়। তানোর থানার ওসি স্যারের নির্দেশে আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়েছে। আজকের তানোর