রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ১২:২২ am
আশরাফুল ইসলাম রনজু, তানোর :
রাজশাহীর তানোর উপজেলায় এগিয়ে চলছে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সাংসদ ওমর ফারুক চৌধুরীর উন্নয়ন কাজ। সম্প্রতি প্রায় ৭০ কিলোমিটার পাকারাস্তার কাজ শুরু হয়েছে। এসব উন্নয়নের কাজের জন্য ব্যয় হবে প্রায় ৮৬ কোটি টাকা।
দীর্ঘ প্রতিক্ষার পর তানোর থেকে মুন্ডুমালা হয়ে আমনূরা পর্যন্ত রাস্তার কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। দুর্বার গতিতে এগিয়ে চলেছে রাস্তার উন্নয়ন কাজ। এই কাজগুলো সমাপ্ত হলে তানোর উপজেলায় আর কোন ভাঙ্গাচুড়া রাস্তা থাকবে না । তবে, এসব রাস্তার কাজ শেষ হতে প্রায় চার বছর সময় লাগবে। এমনতি বলেছেন সাবেক শিল্পপ্রতিমন্ত্র ও বর্তমান সাংসদ ওমর ফারুক চৌধুরী।
জানা গেছে, তানোর সদস থেকে মুন্ডুুমালা হয়ে আমনূরা পর্যন্ত ৩০ কিলোমিটার। এছাড়া তানোর জিরো পয়েন্ট থেকে চৌবাড়িয়া পর্যন্ত ১২ কিলোমিটার। অপরদিকে, দেবীপুর থেকে সরনজাই পর্যন্ত ১০ কিলোমিটার, দেবিপুর হয়ে ইলামদোহী হতে প্রকাশনগর ১৫ কিলোমিটার, এছাড়া মুন্ডুুমালা থেকে জট্যাবটতলা, আর মুন্ডুমালা থেকে ময়েনপুর হয়ে গোদাগাড়ী পর্যন্ত ২৫ কিলোমিটার। আর আইড়া মোড় থেকে বিল্লিহাট হয়ে কলমা থেকে দরগাডাঙ্গাহাট পর্যন্ত ৪০ কিলোমিটারসহ প্রায় সব ভাঙ্গা রাস্তার সংস্কার ও মেরামত কাজ শুরু হয়ে গেছে।
অপরদিকে, দীর্ঘ ১২ বছরে তানোর উপজেলায় প্রায় নতুন পাঁকা রাস্তা হয়েছে ১৯০ কিলোমিটার ও গোদাগাড়ী উপজেলায় হয়েছে ২৩৫ কিলোমিটার। এছাড়াও এই দুই উপজেলায় পুরাতন ভেঙ্গে যাওয়া প্রায় ২১০ কিলোমিটার রাস্তা সংস্কার করা হয়েছে। এছাড়াও দুইশত কোটি টাকার উপরে ব্যয়ে এ দুই উপজেলায় ৬২টি স্কুল, কলেজ ও মাদ্রাসায় ১ থেকে ৪ তলা পর্যন্ত আধূনিক ও দৃষ্টিনন্দন ভবন তৈরি হয়েছে। আজকের তানোর