রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০১:৪৫ pm
নিজস্ব প্রতিবেদক : নিউ ইয়র্ক প্রবাসী ছাত্র ইউসুফ আলী (২৪)। বান্ধবীকে নিয়ে রিকশাযোগে ঘুরতে বেরিয়েছিলেন। হঠাৎ রিকশার গতিরোধ করে সামনে এসে দাঁড়ান দুজন ছিনতাইকারী। ভয়ভীতি দেখিয়ে ইউসুফের কাছ থেকে ছিনিয়ে নেন ১ লাখ ৩০ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোন (স্যামসাং গ্যালাক্সি এস২১ আল্ট্রা) ও মানিব্যাগ। সঙ্গে সঙ্গে তারা সটকে পড়েন ঘটনাস্থল থেকে।
মঙ্গলবার (৩ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহী নগরীর শিরোইল শুভ পেট্রোল পাম্পের পার্শ্ববর্তী রাস্তায় এ ঘটনা ঘটে। যদিও দুঘণ্টার মধ্যে ছিনতাই হওয়া মোবাইল ও মানিব্যাগ উদ্ধার করে পুলিশ। একই সঙ্গে দুজনকে আটক করা হয়।
আটকরা হলেন- রাজশাহী নগরীর মেহেরচন্ডি কড়ইতলা এলাকার বাসিন্দা মো. জহুরুল ইসলাম রেন্টু (৩৫) ও মতিহার থানার মধ্যবুথ পাড়ার বাসিন্দা মো. সাহাবুল ইসলাম রুবেল (৩০)।
বোয়ালিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. গোলাম মোস্তফা বলেন, ‘ছিনতাইয়ের ঘটনায় ইউসুফ বোয়ালিয়া থানায় এসে অভিযোগ দেয়া। তার বর্ণনা শুনে ছিনতাইকারী সম্পর্কে কিছুটা ধারণা পাই। রেন্টু নামের এক পেশাদার ছিনতাইকারীকে আটকে জোর চেষ্টা চালাই। দুই ঘণ্টার মধ্যে রেন্টু ও তার সহযোগী রুবেলকে সঙ্গীয় ফোর্স নিয়ে আটক করি। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ও মানিব্যাগটি উদ্ধার করি।’
এ বিষয়ে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ বলেন, ‘রেন্টু ও রুবেল দুজনই পেশাদার ছিনতাইকারী। তারা কিছুদিন আগেও চন্দ্রিমা থানায় এমন একটি ঘটনা ঘটিয়েছে। কিছুদিন আগেই রেন্টু জেল থেকে বের হয়েছে। নগরীতে ছিনতাই চক্রের সে অন্যতম সদস্য। ওই এলাকায় ছিনতাইয়ে সে সন্দেহের তালিকায় ঊর্ধ্বে থাকায় খুব অল্প সময়ে তাকে গ্রেফতার করা হয়। মোবাইল ও মানিব্যাগটিও উদ্ধার করা সম্ভব হয়েছে।’
তিনি আরও বলেন, ‘তাদের বিরুদ্ধে থানায় একটি ছিনতাইয়ের মামলা হয়েছে। ছিনতাইয়ের মামলায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’ আজকের তানোর