শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ১১:৩৪ pm
নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে প্রজ্বলিত স্বাধীনতার দীপশিখা অনন্তকাল ধরে জ্বলবে বলে মন্তব্য করেছেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের এমপি প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি সাবেক মেয়র গোলাম রাব্বানী।
আজ (১ আগস্ট) রোববার প্রথম প্রহরে তানোর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ‘শোকাবহ আগস্টের’ প্রথম দিবসে বঙ্গবন্ধু স্মরণে প্রদীপ প্রজ্বালন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
এসময় বঙ্গবন্ধুসহ সব শহীদকে স্মরণ করে তানোর পৌর আ’লীগ সভাপতি ও মেয়র ইমরুল হক বলেন, ‘বঙ্গবন্ধুর নেতৃত্বেই বাঙালি জাতিসত্তার জাগরণ এবং বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে। জাতির পিতা বাংলাদেশের স্বাধীনতার যে প্রদীপ প্রজ্বালন করে গেছেন, সেই দীপশিখা অনন্তকাল ধরে জ্বলবে।’
এছাড়াও তানোর আ’লীগের সাংগঠনিক সম্পাদক রাকিবুল সরকার পাপুল বলেন, যারা স্বাধীনতার বিরুদ্ধাচরণ করেছিল, যারা আমাদের স্বাধীনতা চায়নি এবং যারা ১৫ আগস্টের হত্যাকা-ের সাথে যুক্ত ছিল, বাংলাদেশে তাদের রাজনীতি নিষিদ্ধ হওয়া জাতির প্রত্যাশা বলেও তিনি মন্তব্য করেন।
এতে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, কামারগাঁ ইউপি চেয়ারম্যান মোসলেম উদ্দীন প্রামানিক, সাবেক ছাত্রলীগ নেতা আরিফুজ্জামান মোল্লা বাচ্চু, পাঁচন্দর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজেন কর্মকার, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মৃদুল কুমার ঘোষ ও তানোর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ওহাব সরদারসহ তানোর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা ও কর্মী-সমর্থকগণ। আজকের তানোর