মঙ্গবার, ২৬ নভেম্বর ২০২৪, সময় : ১১:২০ pm
নিজস্ব প্রতিবেদক : আমাদের দেশের সেনাবাহিনী প্রতিটি ক্ষেত্রে যেন এক গর্বের নাম। প্রতিটি দুর্যোগে সেনা সদস্যরা এগিয়ে আসেন মানবতার ছাতা হয়ে। কি বন্যা, কি প্রাকৃতিক মহামারী। সবক্ষেত্রেই সেনা সদস্যরা যেন এক উজ্জল দৃষ্টান্তের নাম। করোনা অতিমারিতেও সেনা সদস্যরা সারা দেশের ন্যায় রাজশাহীতে নানা সামাজিক কর্মসূচি পালন করে চলছেন।
পাশাপাশি করোনা প্রতিরোধে লকডাউন মানতে সেনাবাহনী মাঠে থেকে কাজ করে যাচ্ছেন। লকডাউনের দায়িত্ব পালন করতে গিয়ে মানবতার উজ্জল স্বাক্ষর বহন করে চলেছেন সেনাবাহনী। তার একটি অনন্য উদাহরণ ঘটেছে ওপরের এই ছবিতে। আর সেই ছবিটি ভাইরাল হয়ে পড়ে পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।
কি ঘটেছিলো ওই সময়? এবার চলুন পাঠক বিস্তারিত যেনে নেয়।
ঠিক তখন বেলা ১১ টায় বাজে। জিরোপয়েন্টে ফুতপাতে বসে জুতা কালি করছে মুচি শিবু। হটাৎ সেনাবাহিনীর ঊর্ধ্বতন অফিসার এসে তার সামনে হাজির। শিবু কিছুটা ভিতু হয়ে সালাম দিলেন সেনাবাহিনীর অফিসারকে। মিষ্টি হাঁসিতে দায়িত্বরত একজন সেনা অফিসার শিবুকে জিজ্ঞাসা করলেন, ‘কেমন আছেন আপনি।’
উত্তরে শিবু বললেনন, ‘স্যার ভালো আছি।’ সেনা অফিসার এবার শিবুর কাছে জানতে চাইলেন, ‘আয় রোজগার হচ্ছে, না শুধু শুধু বসে আছো।’
শিবু বললেন, ‘স্যার লকডাউনে লোকজন কম, তবুও যতটুকু হচ্ছে তাতেই আমি খুশি।’
তার একথা শুনে সেনাবাহিনীর অফিসার বললেন, ‘ঠিক আছে ভালো থাকুন মুখে সব সময় মাস্ক ব্যবহার করুন স্বাস্থ্যবিধি মেনে চলুন।’ সেনাবাহনীর এমন উদারতা ও মানবিকতার বিষয়টিই পরে ফেসবুকে ভাইরাল হয়ে পড়ে। আজকের তানোর