রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ১২:২৩ am
নিজস্ব প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির জুম এ্যাপ এর মাধ্যমে ৬ষ্ঠ মাসিক সভা অনুষ্ঠিত হয়। রবিবার ২৫ জুলাই বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জুম এ্যাপের মাধ্যমে খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপির সভাপতিত্বে সভায় অংশ গ্রহণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, অফিসার ইন চার্জ হুমায়ন কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ তোফাজ্জল হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সেলিম উদ্দিন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) নূরে আলম সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা সুভাষ কান্ত সরকার, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক জনি আহমেদ, ডাঃ বিপ্লব কুমার ভৌমিক প্রমুখ।
সভায় খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি এই করোনা মহামারীতে উপজেলা স্বাস্থ্য বিভাগের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে বলেন, আগামীতে আরো দূর্দিন আসতে পারে, সেজন্য সবাইকে আরো গুরুত্ব সহকারে দায়িত্ব পালন করতে হবে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসারের উদ্দেশ্যে বলেন, আপনাকে হাসপাতালের ব্যবস্থা বিষয়ের দিকে কঠোর নজরদারী রাখতে হবে। কোন অনিয়ম যেন না হয়। মানুষ মানুষের জন্য, তাই মানুষকে সুস্থ্য রাখার জন্য, ভালো রাখার জন্য যা যা করণীয় তাই করতে হবে। সেবার মান যেন কোন ভাবেই নষ্ট না হয়।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, উপজেলায় এ পর্যন্ত মোট করোনার নমুনা সংগ্রহ হয়েছে ১ হাজার ৯শ ৭৮ জনের, ফলাফল এসেছে ১ হাজার ৯শ ৯ জনের, ফলাফল আসে নাই ৬৯ জনের, করোনা পজেটিভ হয়েছে ৪শ ২৪ জনের, সুস্থ্য হয়েছে ৪শ ৩ জন, স্থানান্তর করা হয়েছে ৫৭ জনকে, মৃত্যুবরণ করেছে ১৮ জন। এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ৯৮ জন। বর্তমানে করোনা রোগী রয়েছে ৩ জন।
প্রথম ধাপে ভ্যাকসিনের জন্য রেজিষ্ট্রেশন করে ৮ হাজার ৮শ ৭৫ জন, প্রথম ডোজ নেন ৭ হাজার ৭শ ৭৪ জন, দ্বিতীয় ডোজ নেন ৫ হাজার ৩শ ৭৭ জন। দ্বিতীয় ধাপে রেজিষ্ট্রেশন করেন ৪ হাজার ২শ ৪৫ জন, প্রথম ডোজ নেন ১ হাজার ১শ ৪৬ জন। নিয়াতপুর উপজেলা ছাড়াও একই সাথে জুম এ্যাপের মাধ্যমে খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপির সভাপতিত্বে পোরশা ও সাপাহারেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। আজকের তানোর