রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ১২:০৫ pm
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে বুধবার পবিত্র ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী মহানগরীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায় হযরত শাহ মখদুম (রহ.) দরগা জামে মসজিদে। এ জামাতে ইমামতি করেন মখদুম (রহ.) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি মোহাম্মদ শাহাদাত আলী।
আবহাওয়া অনুকূলে না থাকার কারণে শাহমখদুম কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের পরিবর্তে দরগা জামে মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
সাহেব বাজার বড় মসজিদে অনুষ্ঠিত হয় ঈদের দুটি জামাত। স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব রেখে এসব জামাতে নামাজ পড়েন হাজারো মুসল্লি। ঈদ জামাতে করোনা মহামারি থেকে মুক্তি এবং দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এদিকে সকাল পৌনে ৮টায় মহানগরীর কাদিরগঞ্জে বায়তুল আমান আহলে হাদিস জামে মসজিদে পবিত্র ঈদুল আযহার নামাজ আদায় করেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন।
এছাড়া কোর্ট জামে মসজিদ, পুলিশ লাইন্স মসজিদ, সিএন্ডবি মসজিদ, লক্ষীপুর জামে মসজিদ, কাশিয়াডাঙ্গা মসজিদ, উপশহর জামে মসজিদ, হেতেমখাঁ বড় মসজিদ, রানীবাজার আহলে হাদিস জামে মসজিদ, বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদসহ নগরীর সব এলাকার মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। আজকের তানোর