শনিবর, ০৯ নভেম্বর ২০২৪, সময় : ১০:৪৮ pm
আশরাফুল ইসলাম রনজু, তানোর :
করোনাকালে ভিন্ন রকম ঈদ শুভেচ্ছা জানিয়েছেন তানোর-গোদাগাড়ী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান। এই মহামারিতে এবার চতুর্থ ঈদ পালন করছে বিশ্বের মুসলিম জনগোষ্ঠী। বাংলাদেশে প্রথম দুটি ও তৃতীয় ঈদে যতোটা না করোনা বিষয়ে অভিজ্ঞতা ছিল, এবার তার চেয়ে বেশি।
গত দেড় বছরেরও বেশি সময়জুড়ে করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা বেড়েছে। মানুষ বুঝতে শুরু করেছে এই সময় দ্রুত চলে যাবে না। আরও অনেকদিন এর সঙ্গে বসবাস করতে হবে। তাই এবারে ঈদ শুভেচ্ছার ভাষাও বদলে গেছে।
সরকারের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে যার যার ওয়ালে শুভেচ্ছা জানানোর ক্ষেত্রে করোনা মুক্তি কামনা, ঘরে থাকার আহ্বান, পরিবার ও স্বজনদের নিরাপদ রাখতে চেস্টা করতে বলতে দেখা গেছে। এমনটি বলেছেন সার্কেল এএসপি আসাদুজ্জামান। ফলে সচেতন নাগরিক সমাজের দায়িত্বশীলদের এগিয়ে আসার আহবান জানান তিনি ।
এছাড়া দেড় বছরে যারা স্বজন হারিয়েছেন তাদের বেদনা ঢেকে পরিবারের প্রতি সমবেদনা ভাগাভাগী করে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তানোর-গোদাগাড়ী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান। আজকের তানোর