শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৪:৫৪ pm
ডেস্ক রির্পোট : পাবনায় পিতাকে মায়ের ‘হত্যাকারী’ উল্লেখ করে বিচারের দাবিতে মানববন্ধন করেছেন সন্তানেরা। মানববন্ধনে সৎ মা-বোনকেও বিচারের আওতায় আনার দাবি জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নিহত সূর্য খাতুনের দুই সন্তান মো. নাজমুল হোসেন ও নাছিমা খাতুনের সঙ্গে এলাকাবাসীও অংশ নেন।
সূর্য খাতুনের সন্তান মো. নাজমুল হোসেন অভিযোগ করে বলেন, ‘পাবনার সাঁথিয়া উপজেলার ডাঙ্গামাজ গ্রামের বাসিন্দা পিতা মো. মাজেদ শেখ যৌতুকের জন্য মা সূর্য খাতুনকে প্রায়ই মারধর করতেন। এক পর্যায়ে পিতা দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকে মায়ের ওপর নির্যাতনের মাত্রা বেড়ে যায়। এ নিয়ে বেশ কয়েকবার সালিশও হয়।
অবশেষে গত ১১ জুন আমরা দুই ভাই-বোন বাড়িতে না থাকায় পিতা মাজেদ শেখ, সৎ মা হালিমা খাতুন ও সৎ বোন মারধরের পর শ্বাসরোধে করে মায়ের লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখেন। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে। সাঁথিয়া থানায় হত্যা মামলা করতে গেলে পুলিশ রহস্যজনক কারণে অপমৃত্যু মামলা দায়ের করে।’
তিনি আরও বলেন, ‘আমার মাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।’ তিনি মামলাটির সঠিক তদন্ত ও হত্যাকারীদের গ্রেফতারপূর্বক কঠোর শাস্তির দাবি জানান।
মানববন্ধনে তাদের সঙ্গে ডাঙ্গামাজ গ্রামের রুহুল প্রামানিক, মর্জিনা খাতুন, আনার প্রাং, শাজাহান প্রাং, মানিক চাঁনসহ বিপুল সংখ্যক এলাকাবাসী অংশ নেন। সূত্র : বাংলাট্রিবিউন