১৩ জুন জনৈক আজম জে. চৌধুরীর গুলশান থানায় দায়ের করা একটি চাঁদাবাজির মামলার আসামি দেখিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়। ওই দিন সোমবার ভোরের অন্ধকার তখনো কাটেনি। ৫টা বাজতে ১৫ মিনিট বাকি। একের পর এক গাড়ি আসছে শাঁ শাঁ করে। নিরাপত্তা বাহিনীর কয়েকজন সদস্য দ্রুত সুধা সদনে ঢুকে পড়েন। তারা বাড়ির নিরাপত্তা রক্ষীদের জানিয়ে দেন তাদের আগমনের উদ্দেশ্য। নেত্রী তখন ফজরের নামাজ আদায় করার প্রস্তুতি নিচ্ছেলেন। তিনি তাদেরকে নিচে অপেক্ষা করতে বলেন। এরই মধ্যে টেলিফোনের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ভবনে নিয়োজিত নিরাপত্তা কর্মী এবং স্টাফদের নিচতলার একটি কক্ষে জমায়েত করা হয়। জব্দ করা হয় তাদের প্রত্যেকের মোবাইল সেট। নামাজ শেষ করে পুত্র জয়, কন্যা পুতুল, আইনজীবীসহ বেশ কয়েকজনের সঙ্গে শেখ হাসিনা তখন মোবাইল ফোনে কথা বলেন।
গ্রেফতারের আগে তিনি লিখে যান জাতির উদ্দেশে প্রেরণাদায়ক এক চিঠি। দেশ ও জাতির সংকট মুহূর্তে বঙ্গবন্ধুকন্যার ওই চিঠিটি গণতন্ত্রকামী মানুষের মাঝে নতুন আশার সঞ্চার করে। উজ্জীবিত হয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। সম-সাময়িককালের রাজনৈতিক ইতিহাসে শেখ হাসিনার চিঠিটি একটি অমূল্য দলিল। চিঠিতে শেখ হাসিনা দেশবাসীর প্রতি তার আস্থার কথা যেমন ব্যক্ত করেছেন। তেমনি গণতন্ত্রের দুঃসময়ে নেতাকর্মীদের করণীয় কী তাও সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন।
তাতে তিনি লিখেন :
প্রিয় দেশবাসী!
আমার ছালাম নিবেন। আমাকে সরকার গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। কোথায় জানি না। আমি আপনাদের গণতান্ত্রিক অধিকার ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যেই সারাজীবন সংগ্রাম করেছি। জীবনে কোন অন্যায় করিনি। তারপরও মিথ্যা মামলা দেওয়া হয়েছে। উপরে আল্লাহ রাব্বুল আলামিন ও আপনারা দেশবাসী আপনাদের ওপর আমার ভরসা।
আমার প্রিয় দেশবাসী, বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের কাছে আবেদন কখনও মনোবল হারাবেন না। অন্যায়ের প্রতিবাদ করবেন। যে যেভাবে আছেন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। মাথা নত করবেন না। সত্যের জয় হবেই। আমি আছি আপনাদের সাথে, আমৃত্যু থাকব। আমার ভাগ্যে যাহাই ঘটুক না কেন আপনারা বাংলার জনগণের অধিকার আদায়ের জন্য সংগ্রাম চালিয়ে যান। জয় জনগণের হবেই। জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়বই। দুঃখী মানুষের মুখে হাসি ফুটাবোই।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
শেখ হাসিনা
(১৬.০৭.২০০৭)
তাই বাঙালির ইতিহাসের কালো দিন ২০০৭ সালের ১৬ জুলাই। রাষ্ট্রক্ষমতায় তখন ‘তত্ত্বাবধায়ক সরকার’ নামের এক অপশক্তি। অবরুদ্ধ গণতন্ত্রের সেই সময়ে সংগ্রাম চালিয়ে যাচ্ছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তাকে থামাতে গ্রেফতার কৌশল নিলেন ওয়ান-ইলেভেনে চেপে বসা তত্ত্বাবধায়ক নামের স্বৈরশাসকের দল।
বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা যেকোনো সময় গ্রেফতার হতে পারেন- এ রকম একটি আশঙ্কা দেশবাসী আগে থেকেই করেছিল। অবশেষে আশঙ্কাটি সত্যে পরিণত হলো। ওই দিন ভোর ৬টায় শ্রাবণের প্রবল বর্ষণের মধ্যে সুধাসদনে প্রবেশ করে যৌথবাহিনী। সকাল ৭টা ৩২ মিনিটে যৌথবাহিনীর সদস্যরা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করে সুধাসদন থেকে। সুধাসদনের চতুর্দিক বিভিন্ন বাহিনীর দুই সহস্রাধিক সদস্য ঘিরে রাখে। বঙ্গবন্ধুকন্যা এর মধ্যে ফজরের নামাজ আদায় করেন। সাদা শাড়ি পরিহিত বঙ্গবন্ধুকন্যা যৌথবাহিনীর কাছে জানতে চান, কেন তাকে গ্রেফতার করা হচ্ছে। দেশে কি সামরিক শাসন জারি হয়েছে। তেমন কোনো সদুত্তর দিতে পারেনি আইন প্রয়োগকারী সংস্থার লোকেরা। বরং যুদ্ধাংদেহী মনোভাবে সাজসাজ রব তুলে শেখ হাসিনাকে নিয়ে গাড়ির বহর হাজির হয় ঢাকার সিএমএম আদালতে।
তৎকালীন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোসাম্মৎ কামরুন্নাহার প্রচলিত নিয়মের তোয়াক্কা না করে আদালত বসার ঘণ্টা দুয়েক বাকি থাকতেই সরকারের নির্দেশনা অনুযায়ী জামিন নামঞ্জুর করে সংসদ ভবনের সাব-জেলে প্রেরণ করে দেশের প্রাচীনতম রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার মতো একজন মর্যাদাসম্পন্ন জাতীয় নেতৃত্বকে গ্রেফতার থেকে জেল হাজতে প্রেরণ করা পর্যন্ত পুরো ঘটনায় তত্ত্বাবধায়ক সরকারের যৌথবাহিনী কোনো সংযমের পরিচয় দেয়নি। সিএমএম কোর্টে দাঁড়িয়ে বঙ্গবন্ধুকন্যা সরকারের অন্যায় আচরণের বিরুদ্ধে আইনি ভাষায় ৩৬ মিনিট বক্তব্য রাখেন।
ওই সময়ে গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী তার (শেখ হাসিনার ) নিষেধ সত্ত্বেও যৌথ বাহিনীর কয়েকজন সদস্য উপরে উঠলে তিনি প্রথমে কিছুটা উত্তেজিত হন। কিছুক্ষণ পরেই শেখ হাসিনা তাদেরকে চা-বিস্কুট খেতে দেন। মোবাইলে শেখ হাসিনা সর্বশেষ ফোনটি করেন ওই সময়ের তথ্য ও আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনকে। তিনি ফোনে উপদেষ্টাকে বলেন, ‘এসব কি হচ্ছে? আমি খুব শীঘ্রই মুক্ত হয়ে আসব। অতীতে আপনি সহযোগিতার জন্যে আমার কাছে এসেছেন। ভবিষ্যতেও আপনাকে আমার কাছে আসতে হবে।’ এরপরই শেখ হাসিনার সেল ফোনটি জব্দ করা হয়। গ্রেফতারের পর সুধা সদন থেকে বের হওয়ার পূর্বে দেশবাসীর উদ্দেশ্যে খোলা চিঠি লিখেন শেখ হাসিনা।
১৯৭১ সালের ২৫ মার্চ দিবাগত রাতে শেখ হাসিনার পিতা, বাঙালি জাতির মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে গ্রেফতারের পূর্বে ঠিক এমনিভাবেই স্বাধীনতা যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য বাংলার সাড়ে ৭ কোটি মানুষের প্রতি আহ্বান জানিয়েছিলেন। ইতিহাসের পুনরাবৃত্তি এভাবেই হয়। তবে শেখ হাসিনাকে গ্রেফতারের জন্য শতাধিক গাড়িবহর নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকশ’ সদস্য সুধা সদনে যেভাবে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি করেছিলেন, ’৭১ এর ২৫ মার্চের কালরাতে জাতির পিতাকে গ্রেফতার করতে পাকিস্তানি বাহিনীর কিন্তু এত লোকের প্রয়োজন পড়েনি। সকাল সাড়ে ৭টার দিকে শেখ হাসিনাকে নিয়ে ১২টি গাড়ির একটি বহর আদালতের উদ্দেশে রওনা হয়। এই অল্প সময়ের মধ্যেই খবর পেয়ে নেতাকর্মীরা আদালত প্রাঙ্গণে ভিড় করেন। ৮টা বাজার আগেই নেত্রীকে আদালতে হাজির করা হয়। আদালতে দেয়া ৩৫ মিনিটের বক্তব্যে শেখ হাসিনা বলেন, ‘তাকে নির্বাচন করতে না দেয়ার জন্যই এই সাজানো মামলা দায়ের হয়েছে।’ শেখ হাসিনার আইনজীবীরা অভিযোগ করেন, একটি তুচ্ছ মামলায় শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলাকে তারা মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট বলে উল্লেখ করেন।
নেতাকর্মীদের প্রবল প্রতিরোধের মুখে বেলা ১০টা ৩৫ মিনিটে আওয়ামী লীগ সভানেত্রীকে আদালতের নির্দেশে জেলহাজতে নেয়া হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই গ্রেফতারে তাৎক্ষণিকভাবে দেশে-বিদেশে তীব্র প্রতিক্রিয়া ও প্রতিবাদ হয়। এই গ্রেফতারের প্রতিবাদে রাজধানী ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ, মিছিল, সমাবেশ ও ভাঙচুর হয়েছে। গ্রেফতারের পর থেকেই দেশ-বিদেশে প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত থাকে। গ্রেফতারের পর পর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি প্রবীণ জননেতা জিল্লুর রহমান শেখ হাসিনার গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছেন, ‘মাইনাস-টু ফর্মুলা বাস্তবায়নের জন্যই এই গ্রেফতার।’ অবিলম্বে নেত্রীর মুক্তি দাবি করে তিনি বলেন, ‘জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্যই উদ্দেশ্যমূলকভাবে এ গ্রেফতার করা হয়েছে।’ তিনি বলেন, ‘কোন সমন না পাঠিয়ে এই ধরনের গ্রেফতার দেশের সর্বস্তরের মানুষকে বিক্ষুব্ধ করেছে। পক্ষে-বিপক্ষের কেউ এটিকে সহজে মেনে নিতে পারেনি।’ দলের সভাপতিমন্ডলীর সদস্য মতিয়া চৌধুরী ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‘যখন সংস্কারের জিগির উঠেছে তখনই আওয়ামী লীগ সভানেত্রীকে গ্রেফতার করা হলো। কারণ শেখ হাসিনা স্বাধীনভাবে চলাফেরা করলে সংস্কারবাদীরা ঠাঁই পাবে না। তাই সংস্কারের সঙ্গে এই আটকের সম্পর্ক রয়েছে।’
দলের অন্যতম প্রধান নেত্রী সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, সরকারের এ ধরনের অতর্কিত আক্রমণে তিনি বিস্মিত ও মর্মাহত হয়েছেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আইনজীবীসহ সর্বস্তরের মানুষ শেখ হাসিনার গ্রেফতারের প্রতিবাদ ও নিন্দা করেন। শেখ হাসিনার গ্রেফতারের খবর বিশ্ব মিডিয়া ফলাও করে প্রচার করে। বিবিসি, সিএনএন, এফপি, এপি, আল-জাজিরা, সিনহুয়ার মতো বার্তা সংস্থায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে। দলের ভারপ্রাপ্ত প্রধান জিল্লুর রহমান ঘোষণা করেন, নেত্রী মুক্ত না হওয়া পর্যন্ত কোন সংস্কার বা কাউন্সিল হবে না। সংস্কারপন্থিরা এই অবস্থায় রণে ভঙ্গ দিতে বাধ্য হয়। আওয়ামী লীগে ৭০ বছরের ইতিহাসে দেখা গেছে, যারাই মূল স্রোতের সঙ্গে ভিন্নমত পোষণ করে দলে বিভাজন এনেছেন, তাদের কেউ সুবিধা করতে পারেননি। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মওলানা ভাসানী, খোন্দকার মোশতাক, মিজান চৌধুরী, আবদুর রাজ্জাক, ড. কামাল ও কাদের সিদ্দিকীরা দল ছেড়ে চলে গিয়ে তেমন কোন সুবিধা করতে পারেননি।
আসলে স্বাধীনতা আন্দোলনে নেতৃত্বদানকারী রাজনৈতিক দল আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে না দেয়ার জন্যই সেনাসমর্থনে ফখরুদ্দীনের অসাংবিধানিক সরকারকে ক্ষমতায় বসানো হয়। শেখ হাসিনা বিদেশে থাকলে বা দেশে এসেও আন্দোলনের ডাক না দিলে ওরা পাঁচ-সাত বা দশ বছর ক্ষমতা দখল করে রাখত। এদিকে কারা অন্তরিণ অবস্থায় শেখ হাসিনা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকরা তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার পরামর্শ দেন। জরুরি অবস্থার মধ্যে দেশজুড়ে আওয়ামী লীগের নিয়মতান্ত্রিক আন্দোলন এবং জাতীয় ও আন্তর্জাতিক চাপের মুখে তত্ত্বাবধায়ক সরকার জামিনে মুক্তি দিতে বাধ্য হয়। প্রায় ১১ মাস কারাবন্দি থাকার পর ২০০৮ সালের ১১ জুন জামিনে মুক্তি পেয়ে শেখ হাসিনা পরদিন চিকিৎসার উদ্দেশে যুক্তরাষ্ট্র যান।
চিকিৎসা শেষে ৬ নভেম্বর দেশে ফেরেন তিনি। দেশে ফিরে শেখ হাসিনা নির্বাচনের প্রস্তুতি নেন এবং আওয়ামী লীগকে নির্বাচনের জন্য প্রস্তুত করেন। শেখ হাসিনা ৩৩১ দিন কারাবাসের সময়গুলোতেও আওয়ামী লীগের নেতাকর্মীরা তেমনি তার নির্দেশনা অনুযায়ী গণতন্ত্র মুক্তির সংগ্রামে জনমতকে সংগঠিত করেছিল। শেখ হাসিনা দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করতেন, সত্যের জয় হবেই। শেখ হাসিনাকে রাজনীতি থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র হয়েছিল। এমনকি তার জীবন বিপন্ন করারও অপচেষ্টা হয়েছে। বঙ্গবন্ধুকন্যার সাহসী ভূমিকা ও জনমতের কাছে গণতন্ত্রবিরোধী সব ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যায়। ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে মহাজোট।
পরপর তিনবার নির্বাচনে বিজয়ী শেখ হাসিনা ১৩ বছর ক্ষমতায় থেকে বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। লেখক: যুগ্ম সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)