রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ১২:১০ am
আশরাফুল ইসলাম রনজু, তানোর :
আসছে ঈদুল আজহা ঘিরে ব্যস্ততা বেড়ে গেছে কামারপল্লিতে। সকাল থেকে রাত পর্যন্ত টুটাং শব্দে মুখরিত রাজশাহীর তানোর উপজেলার কামারপল্লিগুলো। উপজেলার প্রত্যন্ত এলাকা থেকে অনেকেই দা, বঁটি, ছুরি ও কাটারি প্রস্তুত করতে ছুটছেন কামারপাড়ায়। পুরোনো দা-বঁটি আগুনে পুড়িয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে তা আবার নতুনরূপে তৈরি করে দিচ্ছেন তাঁরা। অনেকে নতুন প্রস্তুত করা জিনিস কামারদের সঙ্গে দামাদামি করে কিনে নিয়ে যাচ্ছেন।
তানোর সদরের গোল্লাপাড়া বাজারের দা, বঁটি, ছুরি ও কাটারি তৈরি কারক উজ্জল কুমার বলেন, আর কয়েক দিন পর কোরবানির ঈদ। এই ঈদে গরু ও ছাগলের মাংস প্রস্তুত করার জন্য ধারালো দা, বঁটি, ছুরি, কাটারির দরকার হয়। এই সময়ে অনেকে পুরোনো জিনিস ধার দিতে নিয়ে আসেন। কেউবা আমার তৈরি বা প্রস্তুত করা নতুন জিনিস কিনে নিয়ে যান। তবে, বর্তমানে করোনার কারণে বেচাবিক্রি আগের চেয়ে কম। টিভির পর্দায় দেখছেন সরকার কর্মহীন মানুষের প্রনোদনা দিচ্ছেন। কিন্তু তাদের ভাগ্যে কোন প্রনোদনা জোটেনি। এতে তারা কষ্টে আছেন। তবে, পশুর হাট এখনো সেভাবে বসেনি। তাই অনেকেই এখনো পশু কিনতে পারেননি।
কামারপল্লিতে কাটারি ও ছুরি কিনতে মুনসুর মন্ডল বলেন, ‘প্রতিবছরের মতো এ বছরও গরু কোরবানি করব। তাই মাংস প্রস্তুত করার জন্য ধারালো অস্ত্রের প্রয়োজন। তবে, এবারে সব অস্ত্রের দাম একটু বেশি।’ বড় ছুরি ২৫০ থেকে ৩০০ টাকা। আর ছোট ছুরি ১৩০ থেকে ১৫০ টাকা ও কাটারি বড়ছোট ভিত্তিতে ৪০০ থেকে ৫০০ টাকা দরে বিক্রি করা হচ্ছে বলে জানান তিনি। আজকের তানোর