বৃহস্পতিবর, ২৮ নভেম্বর ২০২৪, সময় : ০৪:২০ am
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী সিটি করপোরেশন এলাকায় যুক্তরাষ্ট্র থেকে পাওয়া মডার্না ইঙ্কের টিকা প্রয়োগ শুরু হয়েছে। আর গ্রামে চলছে চীনের সিনোফার্মের টিকার প্রয়োগ। এই টিকা প্রয়োগ চলছে সোমবার থেকে। আর মডার্নার টিকা প্রয়োগ শুরু হয়েছে মঙ্গলবার।
মহানগরীর বাসিন্দাদের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল কেন্দ্রে মঙ্গলবার থেকে মডার্নার টিকা প্রয়োগ শুরু হয়েছে। টিকা প্রয়োগের প্রথম দিনই এ কেন্দ্রে বেশ ভিড় দেখা গেছে। আর আগের দিন সোমবার থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে সিনোফার্মের টিকা প্রয়োগ করা হচ্ছে।
রাজশাহীর সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার জানান, আগে যারা নিবন্ধন করে রেখেছিলেন, এখন তারা টিকা পাচ্ছেন। এ ছাড়া ৩৫ বছরের বেশি বয়সী যে কোনো মানুষ নিবন্ধন করে এই টিকা পাবেন। এছাড়া শিক্ষার্থী এবং বিভিন্ন পেশাজীবী মানুষকেও এই টিকা দেয়া হচ্ছে। যতদিন মজুদ থাকবে, ততদিন প্রয়োগ চলবে বলেও জানান সিভিল সার্জন।
এর আগে গত রোববার ১৮ হাজার ভায়াল মডার্না টিকা রাজশাহী আসে। প্রতি ভায়ালে ১০ জনকে এক ডোজ করে টিকা দেয়া সম্ভব। এরপর মঙ্গলবার থেকে টিকার প্রয়োগ শুরু হলো। আজকের তানোর