রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ১২:১৫ am
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর বাঘায় যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও যুগান্তর এবং যমুনা টিভির প্রতিষ্ঠাতা স্বপ্নস্বারথী বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুশলীন একটি সেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে মঙ্গলবার (১৩ জুলাই) যোহর নামাজ শেষে আড়ানী মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এই স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনুশলীন একটি সেচ্ছাসেবী সংগঠনের পরিচালক গোলাম তোফাজ্জল কবীর মিল। যুগান্তর বাঘা প্রতিনিধি আমানুল হক আমানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন আড়ানী পৌর আ.লীগের সভাপতি শহীদুজ্জামান শাহীদ, উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, আড়ানী পৌর আ.লীগের সহ-সভাপতি সাইদুর রহমান, আড়ানী পৌর যুবলীগের সভাপতি কামরুল হাসান জুয়েল। উপস্থিত ছিলেন আড়ানী পৌর মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন, আড়ানী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সভাপতি নাজমুল হোসেন প্রমুখ।
আলোচনা শেষে পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন আড়ানী পৌর যুবলীগের সভাপতি কামরুল হাসান জুয়েল।
আয়োজিত আলোচনা সভার প্রধান অতিথি আড়ানী পৌর আ.লীগের সভাপতি শহীদুজ্জামান শাহীদ বলেন, নুরুল ইসলাম একজন ব্যতিক্রমী মানুষ ছিলেন। তিনি এক এক করে ৪১টি প্রতিষ্টান গড়ে তুলেছেন। আমরা পত্রিকায় পড়েছি তিনি বিদেশে কোন টাকা জমা করেনি। তিনি মৃত্যুর আগে পর্যন্ত কোন ঋণখেলাপি ছিলেননা। তিনি সততার সঙ্গে অনেক কষ্টের মধ্য দিয়ে প্রতিষ্টান গড়ে তুলেছেন। তিনি শ্রমিকবান্ধব ও দরিদ্রবান্ধব মানুষ ছিলেন। তাই কেউ কোন ব্যবসা করতে চাইলে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও যুগান্তর এবং যমুনা টিভির প্রতিষ্ঠাতা স্বপ্নস্বারথী বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলামকে অনুকরণ করার আহবান জানান। আজকের তানোর