রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ১২:১৭ am
নিজস্ব প্রতিবেদক, তানোর :
মুজিব শতবর্ষ উপলক্ষে রাজশাহীর তানোর উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী জননেতী শেখ হাসিনার দেয়া ঘর পরিদর্শন করলেন রাজশাহী অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কল্যাণ চৌধুরী।
শনিবার দুপুরে আশ্রয়ণ প্রকল্পের আওতায় গৃহহীন পরিবারের পূনর্বাসনের জন্য তানোর উপজেলা প্রশাসন কর্তৃক নির্মাণকৃত ঘরগুলোর বাস্তব চিত্র পরিদর্শন করেন তিনি। এসময়ে ওই স্থানে ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা রোপন করা হয়।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প আশ্রয়ণ-২ এর আওতায় অতিদরিদ্র ভূমিহীনদের জন্য সরকারিভাবে ইটের পাকা দেয়াল বিশিষ্ট টিনের ছাউনি দ্বারা বাড়ি নির্মাণের উদ্যোগ নেয়া হয়।
সে মোতাবেক তানোর উপজেলায় ভূমিহীনদের মাঝে দুই শতক করে খাসজমি বন্দোবস্ত দিয়ে উপজেলার সাতটি ইউনিয়নে অতিদরিদ্র ১০৫টি ভূমিহীন পরিবারকে একটি করে এসব বাড়ি নির্মাণ করে দেয়া হয়। প্রতিটি ঘরে আছে দুইটি কামরা, রান্নাঘর, বারান্দা ও টয়লেট। আজকের তানোর