রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ১২:০১ am
নিজস্ব প্রতিবেদক, তানোর : করোনা পরিস্থিতিতে রোগীদের অক্সিজেন সেবা নিশ্চিতে ব্যক্তি উদ্যোগে রাজশাহী তানোরে ৩টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন আবুল বাসার সুজন। তিনি নগর আ’লীগের বোয়ালিয়া থানা পশ্চিমের সহসভাপতি প্রসিদ্ধ ব্যবসায়ী ও বিশিষ্ট সমাজ সেবক।
আজ (৭ জুলাই) মঙ্গলবার দুপুরে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেন তিনি। এগুলো বড় ৭.৫ ঘনমিটারের অক্সিজেন সিলিন্ডার। পরে থানায় ওই একই ঘনমিটারের ১টি অক্সিজেন সিলিন্ডার সুজন উপহার দেন বলে জানান তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান।
এসময় উপস্থিত ছিলেন, তানোর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) ডাক্তার বার্নাবাস হাসদাক, হাসপাতালের স্টোরকিপার শরিফুল ইসলাম রতন, জেলা সেচ্ছাসেবক লীগের অন্যতম সদস্য রামিল হাসান সুইট, তানোর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ আতাউর রহমান ও তানোর মহিলা লীগের অন্যতম সদস্য নাসিমা খাতুন প্রমুখ।
এবিষয়ে ডাক্তার বার্নাবাস হাসদাক জানান, হাসপাতালে রোগীর জন্য ৫০টি শয্যা থাকলেও বর্তমানে ভর্তি রয়েছে ১৭ জন। এরমধ্যে করোনা আক্রান্ত রোগী ১ জন রয়েছে। করোনা রোগীদের জন্য অক্সিজেন প্রয়োজন হয় দুই সেট। তথা প্রয়োজনীয় সংখ্যার ডাবল সেট লাগে। কেননা একসেট রিফিলে গেলে অপর সেট হাসপাতালে থাকবে।
ডা. হাসদাক আরও জানান, সে হিসেবে আজ মঙ্গলবার বিকেলে সার্কিট হাউজে রাজশাহী-১ আসনের মাননীয় সাংসদ ওমর ফারুক চৌধুরী ৫টি বড় (৭.৫ ঘনমিটার) আর ৫টি ছোট (১.৪ ঘনমিটার) অক্সিজেন সিলিন্ডার প্রদান করেন। আজকের তানোর