শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ১০:৫৭ pm
আশরাফুল ইসলাম রনজু, তানোর :
রাজশাহীর তানোর উপজেলার ৭টি ইউনিয়নে একসঙ্গে কর্মহীনদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন ইউপি চেয়ারম্যানরা। আজ (৫ জুলাই) সোমবার সকাল ১১টার দিকে ৭টি ইউনিয়নের ২ হাজার ১৯১ জন কর্মহীন দরিদ্র পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা প্রদান করা হয়।
এসব খাদ্য সহায়তার মধ্যে ছিল ১০ কেজি চাল, ২ কেজি আলু, হাফ কেজি তেল, ১ কেজি ডাল, ১ কেজি লবণ ও ২টা করে সাবান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথের উপস্থিতিতে উপজেলার বাঁধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান কর্মসূচির উদ্বোধন করেন। পরে পাঁচন্দর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন ও তালন্দ ইউনিয়নে চেয়ারম্যান আবুল কাশেম ছাড়াও অন্যান্য পরিষদ চেয়ারম্যানরা এ কর্মসূচির উদ্বোধন করেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলাম ইউনিয়ন পরিষদে খাদ্য সহায়তা বিতরণ কর্মসূচি পরিদর্শন করেছেন।
জানা গেছে, মহামারি করোনায় পহেলা জুলাই বৃহস্প্রতিবার থেকে সারাদেশের ন্যায় তানোরেও শুরু হয় কঠোর বিধিনিষেধ বা কঠোর ‘লকডাউন’। সপ্তাহব্যাপী এই কঠোর বিধিনিষেধ চলাকালে অকারণে বাড়ির বাইরে কাউকে বের না হতে নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন। ফলে কর্মহীন অসহায়, দিনমজুর, রিকশা-ভ্যান ও ইজিবাইকসহ বিভিন্ন পেশার স্বল্প আয়ের মানুষ ঘরে বসে মানবেতর জীবন-যাপন করে।
এমন পরিস্থিতিতে কেউ যাতে খাদ্য সংকটে না থাকেন সেজন্য কর্মহীন গরীব, অসহায়, ছিন্নমূল দিনমজুর ২ হাজার ১৯১টি পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হয়। পরে কার্যক্রম উদ্বোধন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সহ জাতীয় চার নেতা ছাড়াও সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ূ কামনা করা হয়। আজকের তানোর