শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ১১:১৮ pm
নাটোর সংবাদদাতা :
নাটোরে বিধিনিষেধ না মানায় প্রায় পৌনে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। কঠোর বিধিনিষেধের চতুর্থ দিন রোববার অকারণে চলাচল করায় ৩১ মোটরসাইকেল চালক ও স্বাস্থ্যবিধি না মানা এবং অপ্রয়োজনে রাস্তায় ঘোরাঘুরি করায় ৮৪ জনকে ১ লাখ ৬৯ হাজার ৬৫০ টাকা জরিমানা করা হয়।
ট্রাফিক ইন্সপেক্টর বিকর্ণ চৌধুরী জানান, জেলা সদরসহ সব উপজেলায় পুলিশ অভিযান চালিয়ে অপ্রয়োজনে মোটরসাইকেল নিয়ে রাস্তায় বের হওয়া এবং কাগজপত্র না থাকায় ৩১টি মোটরসাইকেল মালিকের বিরুদ্ধে মামলা দিয়ে মোট ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
জেলা প্রশাসক শামীম আহমেদ জানান, স্বাস্থ্যবিধি না মানায় এবং অপ্রয়োজনে রাস্তায় ঘোরাঘুরি করার দরুন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত একই সময়ে ৮৪ জনকে আটক করে ৫৪ হাজার ৬৫০ টাকা আদায় করেছেন। আজকের তানোর