জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের ক্ষেতলালে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনকে সহায়তায় কাজ করছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সেই সংগঠনকে অক্সিজেন সিলিন্ডার, অক্সিজেনের লেভেল, জ্বর পরীক্ষার মেশিনসহ ১২ প্রকার চিকিৎসা সামগ্রী প্রদান করেন ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মজিদ মোল্লা।
শনিবার ( ২৬ জুন) ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ক্ষেতলালে নতুনভাবে গঠিত সেচ্ছাসেবী সংগঠনকে করোনা রোগীদের অক্সিজেন সংকটে ব্যবহারের জন্য ৩ টি নতুন অক্সিজেন সিলিন্ডার, অক্সিজেন লেভেল, জ্বর মাপার মেশিন, রক্তচাপ পরীক্ষার মেশিন ও হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্কসহ ১২ প্রকার চিকিৎসা সামগ্রী সংগঠনের পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি নুরুল আমিন বকুল এর হাতে তুলে দেন ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মজিদ মোল্লা।
এসময় উপস্থিত ছিলেন, ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম আবু সুফিয়ান, সেচ্ছাসেবী সংগঠনের পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি নুরুল আমিন বকুল, হুইপ স্বপনের রাজনৈতিক সহকারী এ্যাডভোকেট এস এম মোরশেদ, ক্ষেতলাল উপজেলা কৃষক লীগ সভাপতি আনোয়ার হোসেন, জয়পুরহাট জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম রিয়াদ, ক্ষেতলাল উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক মেহেদী আশিক রাজু, যুগ্ম আহ্বায়ক জুল আরশ শুভ, জনি ও আহমেদ পান্না প্রমুখ। আজকের তানোর