রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৩:২৩ am
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে ধসে পড়েছে চারতলা ভবন। রোববার বেলা ৩টার দিকে মহানগরীর কয়েরদারা খ্রিস্টান পাড়ায় নির্মাণাধীন এই চারতলা ভবন ধসে পড়ে। তবে, এতে কেউ হতাহত না হলেও ভবনটি নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করা হচ্ছিল বলে জানিয়েছে ফায়ার সার্ভিস অফিস কর্মীরা।
তারা জানায়, ভবনটি কয়েরদারা খ্রিস্টান পাড়ার মৃত্যু আক্তারুজ্জামান বাবলুর। ভবনে কোন লোকজন না থাকলেও তিনটা কার ও দুইটা ভ্যান ছিল। সেগুলো ভবনের নিচে চাপা পড়ে আছে।
দমকল কর্মীরা জানায়, খবর পেয়ে তারা দ্রুত সেখানে উপস্থিত হই। আমার গিয়ে সেখানে পরীক্ষা নিরিক্ষা করে দেখেছি। কোন মানুষ সেখানে চাপা পড়েনি। তবে ভবনটি নির্মাণে প্ল্যান্ট ছাড়াই নিম্নমানের সাম্রগী ব্যবহার করা হয়েছে। আজকের তানোর