শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ১২:৫১ am
আর কে রতন :
মাত্র ৩০ মিনিট পূর্বে মায়ের কাছে ঘুড়ি উড়ানোর বায়না নিয়ে বাড়ির বাইরে যায় ৫ম শ্রেণীতে পড়ুয়া ছাত্র গিফারী (১২)। আকাশ খারাপ তাই মা বাহিরে যেতে নিষেধ করা সর্ত্বেও ঘুড়ি নিয়ে বাড়ীর নিকটে উড়ানোর শুরু করে সে।
কিন্তু ঘুড়ির সাথে সুতার পরিবর্তে ধাতুব নামের তার দিয়ে ঘুড়িটি উড়ানো হয়। এসময় ঘুড়িটি আকাশে উড়তে থাকা অবস্থায় বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই প্রাণ যায় তার।
স্থানীয় সূত্র জানায়, নিহত গিফরী রাজশাহীর মোহনপুর উপজেলা সদরের মোহনপুর গ্রামের আজিজুর রহমানের পুত্র। আজ (১৪ জুন) সোমবার বিকেল ৪টার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। এঘটনায় পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
বিষয়টি নিয়ে মোহনপুর থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে। এরির্পোট লেখা পর্যন্ত নিহত গিফরীর লাশ দাফনের প্রস্তুতি চলছিল। আজকের তানোর