শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ১১:৪৭ am
ডেস্ক রির্পোট : করোনার সংক্রমণরোধে চাঁপাইনবাবগঞ্জে জারি করা লকডাউন শিথিল করেছে প্রশাসন। তবে আগামীকাল মঙ্গলবার (৮ জুন) থেকে ১৬ জুন পর্যন্ত সাত দিনের বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
সোমবার (৭ জুন) সন্ধ্যা ৬টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ এ ঘোষণা দেন। সেই সঙ্গে ১১টি বিধিনিষেধ আরোপ করেন।
প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক বলেন, নতুন বিশেষ বিধিনিষেধের আওতায় বিয়ে-জন্মদিন, পিকনিকসহ সব সামাজিক অনুষ্ঠান বন্ধ থাকবে। হোটেল-রেস্তোরাঁ ও খাবারের দোকান সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। রাজনৈতিক ও ধর্মীয় আচার-অনুষ্ঠান বন্ধ থাকবে। রিকশায় একজন, অটোরিকশায় দুজন চলাফেরা করতে পারবেন। জেলার মধ্যে গণপরিবহন অর্ধেক আসন ফাঁকা রেখে চলাচল করবে। শিল্প-কারখানাগুলো স্বাস্থ্যবিধি মেনে নিজস্ব ব্যবস্থাপনায় চালু থাকবে। কেউ স্বাস্থ্যবিধি না মানলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়া জরুরি পণ্য ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিস, তাদের কর্মচারী ও যানবাহন নতুন বিধিনিষেধের আওতামুক্ত থাকবে।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব, সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী ও অতিরিক্ত জেলা প্রশাসক জাকিউল ইসলাম প্রমুখ।
প্রথম দফায় গত ২৫ মে রাত ১২টা ১ মিনিট থেকে ৩১ মে রাত ১২টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জে কঠোর লকডাউন ঘোষণা করে জেলা প্রশাসন। দ্বিতীয়বার বাড়ানো কঠোর লকডাউন সোমবার (১ জুন) রাত ১২টা ১ মিনিটে শুরু হয়ে শেষ হয় ৭ জুন। সূত্র : বাংলাট্রিবিউন