বুধবা, ২৭ নভেম্বর ২০২৪, সময় : ০৯:১৭ am
নিজস্ব প্রতিবেদক, তানোর :
রাজশাহী তানোরে প্রতিবন্ধী সুরক্ষা আইন বাস্তবায়ন ও অধিকার প্রতিষ্ঠায় এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ (৭ জুন) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা প্রশাসনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। তানোরে অবস্থিত ‘আস্থা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা’র আয়োজনে ও জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থার সার্বিক তত্বাবধানে এতে প্রধান অতিথির বক্তব্য দেন তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথ।
মানবাধিকার কর্মী এম রায়হান আলীর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন আস্থা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক সাংবাদিক ইমরান হোসাইন। কর্মশালায় প্রতিবন্ধী অধিকার ও সুরক্ষা আইন বিষয়ে প্রজেক্ট মাধ্যমে বিস্তর আলোচনায় ছিলেন জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থার প্রোগ্রাম ম্যানেজার (এন.জি.ডি.ও) বাশির আল হোসাইন ও জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থার সাংস্কৃতিক সম্পাদক আর আস্থা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি শামসুল আলম ছাড়াও গ্লানেকা ফাউন্ডেশনের কর্মকর্তা মেহেদি হাসান। পরে মুগুর পা সহ সকল প্রকার প্রতিবন্ধীতা প্রতিরোধ ও প্রতিকার বিষয়ে গনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন পরামর্শ মূলক বক্তব্য প্রদান করেন আয়োজকরা।
এতে বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার বার্নাবাস হাসদাক, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান, মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিজানুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, তানোর সমাজসেবা অফিসের সুপারভাইজার শারমিন সুলতানা শুপ্তা, তানোর পৌরসভা উচ্চ বিদ্যালয়ের বিপিএড শিক্ষক আব্দুল বারী, তানোর প্রেসক্লাবের সভাপতি সাইদ সাজু, সহসভাপতি আশরাফুল ইসলাম, লুৎফর রহমান, ক্যাশিয়ার সোহেল রানা, মাধ্যমিক শিক্ষা অফিসারের প্রতিনিধি ছাড়াও বেশ কয়েকটি জিও এনজিও প্রতিনিধি, স্কুল শিক্ষক আর ইমাম ও পুরোহিতগণ। আজকের তানোর