রবিবর, ১০ নভেম্বর ২০২৪, সময় : ০৬:৪০ pm
নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা উদ্বোধন করা হয়েছে। শনিবার (৫ জুন) সকাল ১০টায় তানোর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে অনুষ্ঠানের প্রদর্শনী ফিতা কেটে উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথ।
প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প” (এলডিডিপি) এর সহযোগিতায় প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজন এ মেলা অনুষ্ঠিত হয়। মেলায় “পুষ্টি, মেধা, দারিদ্র বিমোচন, প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বেলাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী বিভাগীয় প্রাণিসম্পদ কার্যালয়ের পরিচালক ডা. উত্তম কুমার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহা: ইসমাইল হক, উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদুল হক, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান প্রমুখ।
আয়োজিত মেলায় তানোর উপজেলার দুইটি পৌরসভা ও ৭টি ইউনিয়ন থেকে বিভিন্ন খামারিরা বিভিন্ন জাতের গবাদিপশু নিয়ে এসেছেন। মেলায় ৫০টি স্টল স্থান পেয়েছে। আজকের তানোর