শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ১২:২৬ am
বিশেষ প্রতিনিধি, মোহনপুর : রাজশাহীর মোহনপুরে জমি-জমা বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় এক সাংবাদিকসহ একই পরিবারের ৩ জন আহত হয়েছেন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কেশরহাট পৌরসভার নওগাঁ গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, দৈনিক উত্তরা প্রতিদিন ও অনলাইন পদ্মাটাইমস নিউজ পোর্টালের নিজস্ব প্রতিবেদক রায়হানুল হক রিফাত (২৪) তার বাবা আহসান হাবিব (৫৬) ও মা রাবেয়া বিবি (৪৫)।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, আইউব আলীর সঙ্গে আহসান হাবিবের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। ওই জমিতে আদালত থেকে ১৪৪ ধারা জারি রয়েছে। এছাড়াও থানা পুলিশ বারবার নিষেধ করা সত্বেও বিরোধের কোন সুরাহা হয়নি। এ নিয়ে দুই পরিবারের মধ্যে উত্তেজনা বিরাজ করছিলো।
সূত্রমতে, বিরোধপূর্ণ ওই জমিতে তাবু খাটিয়ে প্যান্ডেল করে সামাজিক অনুষ্ঠানের আয়োজন করে আইউব আলীর জামাতা মৃত ফয়েজ উদ্দিনের ছেলে মোস্তাফা। করোনার জন্য সামাজিক অনুষ্ঠানে নিষেধ থাকায় খবর পেয়ে পুলিশ ওই অনুষ্ঠান বন্ধ করে দেয়। এ ঘটনার জেরে কথাকাটাকাটির এক পর্যায়ে আইউব আলীর নির্দেশে তার জামাতা মোস্তফা, মকসেদ, মোজাম্মেল, মোস্তফার স্ত্রী আছুরা খাতুনসহ আরো অনেকে ধারালো দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সাংবাদিক রায়হানের বাবা আহসান হাবিবকে এলোপাথারি মারধোর শুরু করে।
খবর পেয়ে তার স্ত্রী রাবেয়া বিবি ও ছেলে রায়হান এগিয়ে গেলে তাদের কেউ পিটিয়ে জখম করা হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
মোহনপুর থানা ওসি তৌহিদুল ইসলাম জানান, ওই জমিতে আদালতের ১৪৪ ধারা জারি করা হয়েছিল। এছাড়াও বর্তমানে সামাজিক অনুষ্ঠানের উপর নিষেধাজ্ঞা রয়েছে। এরপরও সেখানে সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে সেটি বন্ধ করে দেয়। এ ঘটনায় সেখানে হামলার ঘটনা ঘটেছে বলে শুনেছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি। আজকের তানোর