রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০১:১৪ pm

সংবাদ শিরোনাম ::
কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন গোদাগাড়ীতে প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আমবাগান থেকে বাঘায় দিনমুজুরের গলাকাটা লাশ উদ্ধার নগরীতে জেলা কৃষকলীগ সভাপতি তাজবুল ইসলামসহ ১৫ জন গ্রেপ্তার নাচোলে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ১৪৮তম শাখা উদ্বোধন গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম চেয়েছিলেন শেখ হাসিনা : সাকি তানোরে আলু বীজে মহাসিন্ডিকেট, দ্বিগুন দামে দিশেহারা চাষীরা! দুর্গাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিক সরকারের দাফন সম্পন্ন দুর্গাপুরে বিএনপি’র আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার তানোরে সার বিতরণে অনিয়ম ও পাঁচার রোধে হট্টগোল মারপিট দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি রাজশাহীতে সমন্বয়ক পেটানোর ব্যাখ্যা দিল মহানগর ছাত্রদল আঘাতের দাগে সম্পর্কের রূপান্তর ! রাজু আহমেদ তানোরে শিক্ষক সমিতিকে নিজ পকেটে রাখতে মরিয়া বিএনপি নেতা মিজান অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে লড়তে চান জেড আই খান পান্না
ওজন কমাতে যেভাবে সাহায্য করে দুধ

ওজন কমাতে যেভাবে সাহায্য করে দুধ

ডেস্ক রির্পোট : দুধকে একটি আদর্শ খাবার হিসেবে বিবেচনা করা হয়। দুধে আছে অনেকগুলো পুষ্টি উপাদান। নিয়মিত এক গ্লাস করে দুধ খেলে শরীর সুস্থ থাকে, দুধ খেলে মস্তিষ্কের কার্যকারিতা বাড়ে— এমনকি নিয়মিতভাবে দুধ খেলে স্ট্রোক হওয়ার ঝুঁকিও অনেক কমে যায়।

দুধে ল্যাকটোজ থাকে, যেটি চিনি ও স্যাচুরেটেড ফ্যাট হিসেবে শরীরে জমা হয়।  তাই যারা ওজন কমানোর জন্য কম ক্যালোরির খাবার খেয়ে থাকেন; তারা স্বাভাবিকভাবেই দুধ পরিহার করে থাকেন।

ওজন বেড়ে যাবে এমন একটি ভয় থেকেই অনেকে দুধ ও দুধের তৈরি বিভিন্ন খাবার খেতে ভয় করেন। কিন্তু পুষ্টিবিদরা বলছেন, নিয়মিত ডায়েটে দুধ রাখলে দ্রুত ওজন কমে।

রোজ দুধ খেলে ওজন কমার পাশাপাশি শরীরের আরও যেসব উপকারিতা পাওয়া যাবে-

ক্ষুধা কমায়

ডিম ও দুধ হচ্ছে সকালের নাস্তার জন্য সবচেয়ে উপযুক্ত খাবার। একটি টোস্ট, দুটি ডিমের সাদা অংশ এবং এক গ্লাস দুধ রাখা যেতে পারে সকালের নাস্তায়। এ নাস্তায় একসঙ্গে কার্বস, খনিজ ও প্রোটিন থাকায় এটিকে পরিপূর্ণ সকালের নাস্তা হিসেবে বিবেচনা করা হয়।

এ ছাড়া কর্ন ফ্লেক্স এবং ওটসের সঙ্গে দুধ মিশিয়ে খেলেও এটি সারাদিনের জন্য শরীরকে আর্দ্র রাখে এবং ক্ষুধাও কম লাগে।

আর্দ্রতা বাড়ায় 

নিয়মিত এক গ্লাস করে দুধ পান করলে সেটি শরীরের পানিশূন্যতা থেকে রক্ষা করতে সাহায্য করে। বিভিন্ন ধরনের স্বাদযুক্ত পানীয় যেমন— সোডা বা এনার্জি ড্রিংকস এগুলো শুধু শরীরের ক্ষতি করে। আর এগুলোর পরিবর্তে যদি এক গ্লাস দুধ খাওয়া যায়, তবে তাতে থাকে সোডিয়াম ও পটাসিয়াম, যা শরীরের ইলেক্ট্রোলাইট ভারসাম্য বজায় রাখে।

বিপাকক্রিয়া বাড়ায় 

দুধে ফ্যাট, ক্যালসিয়াম ও অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদানের মিশ্রণ রয়েছে এবং এগুলো বিপাকক্রিয়া উন্নত করতে সাহায্য করে। সারাদিনের শক্তি সরবরাহের কাজে ও বিপাকক্রিয়া বাড়িয়ে তুলতে দুধ অনেক উপকারি এবং এটির ফলে ওজন দ্রুত কমে যেতে পারে।

পেশিশক্তি বাড়ায় 

দুধ খেলে শক্তি বাড়ে এ কথাটি কমবেশি সবার কাছেই পরিচিত। মূলত  দুধ হাড় ও পেশি শক্তিশালী করতে সাহায্য করে। তাই এক্সারসাইজ বা ব্যায়াম করার পর এক গ্লাস দুধ পানে এনার্জি আরও বেড়ে যায় এবং ব্যায়ামের পরে দেহের বিভিন্ন ক্ষতিগ্রস্ত টিস্যু মেরামত করতেও সহায়তা করে দুধ।

উপকারী ফ্যাট

শরীরের জন্য উপকারী এমন সব ভালো ফ্যাট থাকে দুধে। দুধ খেলে সর্দি, অ্যালার্জি, রক্তচাপসহ বিভিন্ন সমস্যা থেকে রক্ষা পাওয়া যায়। এ ছাড়া এতে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম থাকে, যা হাড় ও দাঁতের স্বাস্থ্য বজায় রাখে।

প্রতিদিনের ডায়েটে যেভাবে দুধ রাখবেন

ওজন কমাতে হলে খাবার খেতে হয় ক্যালোরি মেপে। এক কাপ দুধে প্রায় ১৫০ ক্যালোরি থাকে, আর এক কাপ লো ফ্যাট দুধে ৮৩ ক্যালোরি থাকে।

ওজন কমানোর জন্য লো ফ্যাট দুধ খাওয়া বেশি কাজে দেয়। আর ওজন কমাতে চাইলে অবশ্যই দুগ্ধজাতীয় বিভিন্ন মিষ্টান্ন খাবার এড়িয়ে চলতে হবে।

এ ছাড়া বাজারে পাওয়া যায় এমন ফ্লেভারড প্যাকেটজাত দুধে প্রয়োজনের তুলনায় বেশি ক্যালোরি যোগ করা থাকে, ওজন কমাতে চাইলে এ রকম দুধ খাওয়া পরিহার করতে হবে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.