শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৯:৪১ am
আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদন খারিজ করে সোমবার সকালে মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে ডেকে পাঠায় ভারতের কেন্দ্রীয় সরকার। ওই চিঠি পাওয়ার পর মুখ্য সচিব পদে নিজের মেয়াদ না বাড়িয়ে অবসর নিয়েছেন তিনি। আর অবসরপ্রাপ্ত এই আমলাকে নিজের মুখ্য উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
স্বাভাবিক নিয়মে সোমবার মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের চাকরির মেয়াদ শেষ হওয়ার কথা। তবে তার আগেই তাকে ডেকে পাঠায় কেন্দ্রীয় সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে হেরে যাওয়ায় তার আবেদন সত্ত্বেও মুখ্য সচিবকে কেন্দ্রে ডেকে পাঠানো হয়। তবে কেন্দ্র সরকারের ডাকে সাড়া না দিয়ে চাকরি থেকে অবসর নিয়েছেন এই মুখ্য সচিব।
আলাপন বন্দ্যোপাধ্যায় অবসর নেওয়ার পর তাকে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, করোনা মহামারি মোকাবিলায় আলাপনকে আমাদের প্রয়োজন। রাজ্যের, দেশের গরিব, দুর্বল, তফসিলি জাতি, সংখ্যালঘু মানুষের জন্য কাজ করছেন আলাপন।’
মমতা বলেন, ‘সকলের একাট্টা হয়ে এর বিরুদ্ধে আওয়াজ তোলা উচিত। বিরোধী দলগুলোর মুখ্যমন্ত্রীদেরও একজোট হওয়া উচিত। বিজেপি স্বৈরাচারের মতো আচরণ করছে। হিটলার, স্ট্যালিনের মতো ব্যবহার করছে। কিন্তু এভাবে আমাদের আমলাদের স্বাধীনতা, সম্মান কেড়ে নিতে দেবো না।
আলাপন বন্দ্যোপাধ্যায় অবসর নেওয়ার পর পশ্চিমবঙ্গের নতুন মুখ্য সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন হরিকৃষ্ণ দ্বিবেদী। এতদিন স্বরাষ্ট্র সচিবের দায়িত্বে ছিলেন তিনি। আর তার জায়গায় নতুন স্বরাষ্ট্র সচিব হয়েছেন বিপি গোপালিকা। সূত্র : বাংলাট্রিবিউন