রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ১১:১৬ pm
নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে মহাসড়কে খড় শুকাতে গিয়ে ট্রাকের ধাক্কায় হোসেন আলী (৬১) নামের এক বৃদ্ধা নিহত হয়েছে।রবিবার বেলা ১১টার দিকে রাজশাহী-চাপাইনবাবগঞ্জ মহাসড়কের বাসুদেবপুর গুজের ঘাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। হোসেন আলী উপজেলা বাসুদেবপুর হাউজনগর এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে ধানের খড় শুকানোর সময় মহাসড়কের রাজশাহীগামী একটি ট্রাক অন্য একটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে হোসেন আলীকে ধাক্কা দেয়। এ সময় ট্রাকের ধাক্কায় মহাসড়ক থেকে ছিটকে পড়ে যায় পরে স্থানীয়রা ঋদ্দার করে গোদাগাড়ী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মুত্যু ঘোষনা করেন। ট্রাকটি পালিয়ে যায়।
স্থানীয়রা জানান, চলতি আমন মৌসূমের শুরু থেকেই রাজশাহী-চাপাইনবাবগঞ্জ মহাসড়সহ উপজেলার বিভিন্ন সড়কে চলছে ধান ও খড় শুকানোর প্রতিযোগিতা চলছে। ধান শুকানের জায়গা দখলের জন্য অনেকেই ভোর বেলা ধান নিয়ে মহাসড়কে গিয়ে বসে থাকেন ফলে প্রায়শই ছোট বড় দুঘর্টনার শিকার হচ্ছেন স্থানীয়রা। হোসেন আলীর পরিবারের কোন অভিযোগ না থাকায় গোদাগাড়ী মডেল থানায় মামলা দায়ের করা হয়নি।