রবিবর, ১০ নভেম্বর ২০২৪, সময় : ০২:১৮ pm
নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : নওগাঁয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনুর্ধ্ব-১৭) উদ্বোধন করা হয়েছে। সদর উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (২৮ মে) সকালে জেলা স্টেডিয়ামে খেলার উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক।
উদ্বোধনী খেলায় চুন্ডিপুর ইউনিয়ন পরিষদ ট্রাইবেকারে ৩-১ গোলে বক্তারপুর ইউনিয়ন পরিষদকে হারিয়ে বিজয়ী হয়। এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন, জেলা ক্রীড়া কর্মকর্তা আবু জাফর মাহমুদুজ্জামান, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মীর মোশাররফ হোসেন জুয়েল, জেলা ফুটবল এ্যাসোসিয়েনের সভাপতি মামুনুর রশিদ মামুন, জেলা রেফারী সমিতির সাধারন সম্পাদক আবুল কালাম আজাদসহ প্রমূখ।
উল্লেখ্য টুর্নামেন্টে সদর উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌর সভাসহ মোট ১২টি দল অংশগ্রহন করছে। ৩১ মে টুর্নামেন্টের চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে।আয়োজকরা জানান-দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মেধাবী ফুটবল খেলোয়ারদের খুজেঁ বের করে আনার প্রত্যয় নিয়ে সারা দেশে উপজেলা পর্যায়ে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। তাই এরই ধারাবাহিকতায় নওগাঁ সদর উপজেলায় এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আজকের তানোর