সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০৬:২৩ pm
আর কে রতন :
রাজশাহীর মোহনপুর উপজেলার পারিলাডাঙ্গা গ্রামের অবসরপ্রাপ্ত প্রাথমিক স্কুল শিক্ষক নবকান্ত হালদার সনাতন ধর্মের কল্যাণে নিজের বাড়িভিটে দান করেছেন। তাঁর শেষ সম্বল বাড়ি ভিটের ৮ শতক জমি শ্রীশ্রী রাধারমণ মন্দিরের নামে দান করে এক অনন্য দৃষ্টি স্থাপন করেছেন তিনি।
সেই দান করা জমিতে মন্দির নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর উদ্ভোধন করা হয়েছে। ফলে এই মহান মানুষটি ওই এলাকায় ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছেন। তাঁর জন্য সৃষ্টিকর্তার নিকট দীর্ঘায়ু কামনা করেন গ্রামবাসী।
আজ সকাল ১১টার দিকে পারিলাডাঙ্গা গ্রামে দান করা জমির মালিকের ছেলে সূর্য্য কান্ত হালদারের সভাপতিত্বে উক্ত উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের যুগ্নসাধারণ সম্পাদক আয়েন উদ্দিন।
এতে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খিস্টান ঐক্যে পরিষদের রাজশাহী মহানগর শাখার সভাপতি শ্যামল কুমার ঘোষ, মোহনপুর উপজেলা শাখার সভাপতি সুরঞ্জিত সরকার ও মোহনপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহেবুব হাসান রাসেলসহ আরও অনেকে এতে উপস্থিত ছিলেন। আজকের তানোর