রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ১২:৪৫ am
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে পৃথক অভিযানে মাদক কারবারিসহ ১৬ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (১৭ মে) রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এদের মধ্যে তিনজন মাদক ব্যবসায়ী ও ১৩ জন জুয়াড়ি রয়েছে।
আটককৃতরা হলেন, মো. মাসুদ রানা (৪০), মো. সোয়েব বিন আব্দুল্লাহ (৩৪), মো. সোহাগ (২৮), মো. নয়ন ইসলাম (২২), মো. মাহমুদুল হাসান জীবন (২০), মো. গৌরব চৌধুরী (২০), মো. কামরুল এহেসান (১৭), মো. সাজেদুল ইসলাম (১৪), মো. আনারুল (৩৮), মো. হাসান (৩৮), মো. সেন্টু (৩৭), মো. সুজন (৩২), মো. গিয়াস (৩২), স্বপন বিশ্বাস (৪৪), মো. আব্দুল আলীম (৪২) ও মো. আজিজুল ইসলামকে (৫৫)।
পুলিশ জানায়, বোয়ালিয়া থানার হাদীর মোড় বৌ বাজার এলাকার মৃত সেরেনা বেগমের বাড়িতে জুয়া খেলা অবস্থায় আটজনকে তাস ও নগদ অর্থসহ আটক করে গোয়েন্দা পুলিশ। আরেকটি টিম একই সময় এয়ারপোর্ট থানায় কুসম্বী সিন্দুর গ্রামের একটি করলা ক্ষেত থেকে জুয়া খেলা অবস্থায় আরও পাঁচজনকে আটক করে।
জেলা গোয়েন্দা পুলিশের আরেকটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মকুড়া থানার আন্দারো কোঠা মিশন গ্রামের স্বপন বিশ্বাসের বাড়ি থেকে ২৭ লিটার চোলাইমদসহ তিনজনকে আটক করা হয়।
এ বিষয়ে মহানগর গোয়েন্দা শাখার উপ পুলিশ কমিশনার মো. আরেফিন জুয়েল বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আজকের তানোর