শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৯:৫৮ pm

সংবাদ শিরোনাম ::
নাচোলে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ১৪৮তম শাখা উদ্বোধন গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম চেয়েছিলেন শেখ হাসিনা : সাকি তানোরে আলু বীজে মহাসিন্ডিকেট, দ্বিগুন দামে দিশেহারা চাষীরা! দুর্গাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিক সরকারের দাফন সম্পন্ন দুর্গাপুরে বিএনপি’র আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার তানোরে সার বিতরণে অনিয়ম ও পাঁচার রোধে হট্টগোল মারপিট দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি রাজশাহীতে সমন্বয়ক পেটানোর ব্যাখ্যা দিল মহানগর ছাত্রদল আঘাতের দাগে সম্পর্কের রূপান্তর ! রাজু আহমেদ তানোরে শিক্ষক সমিতিকে নিজ পকেটে রাখতে মরিয়া বিএনপি নেতা মিজান অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে লড়তে চান জেড আই খান পান্না নগরীতে বিএনপি নেতাকে ছুরিকাঘাত আগামী ২৯ নভেম্বর খুলছে রাজশাহী সুগার মিল জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণে স্মরণসভা রাজশাহীতে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ১১
বিদায় বেলায় শতাধিক ব্যক্তিকে চাকরি দিয়ে গেলেন রাবি ভিসি

বিদায় বেলায় শতাধিক ব্যক্তিকে চাকরি দিয়ে গেলেন রাবি ভিসি

রাবি প্রতিবেদক : শেষ কর্মদিবসের আগের দিন শতাধিক ব্যক্তিকে চাকরি দিয়ে গেলেন রাজশাহী বিশ^বিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. এম আবদুস সোবহান। বিদায় বেলায় ভিসি নিয়োগ দেবেন, এমন খবর আগেই চাওর ছিল। এ নিয়ে সরব ছিলেন বিশ^বিদ্যালয়ের দুর্নীতিবিরোধী শিক্ষকেরা।

ভিসিও নিজের বাড়িতে ছাত্রলীগের পাহারা বসিয়েছিলেন। এদের মধ্যে থেকে একজন দুর্নীতিবিরোধী শিক্ষকদের প্রকাশ্যে গুলি করে দেয়ার হুমকি দেন। এসব নিয়ে উত্তেজনা ছিল ক্যাম্পাসে। তবে সপ্তাহব্যাপী এই উত্তেজনার মধ্যেই বিদায় বেলায় শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী পদে প্রায় শতাধিক ব্যক্তিকে নিয়োগ দিয়ে গেলেন বিতর্কিত এই ভিসি। সংখ্যাটা ১২৫ হতে পারে বলে জানা গেছে। তবে ৮৫ জনের নামের তালিকা প্রকাশ হয়েছে।

গত বুধবার (৫ মে) ভিসি অধ্যাপক এম আব্দুস সোবহান এডহকে নিয়োগের তালিকায় সই করেন। পরে গতকাল বৃহস্পতিবার (৬ মে) দুপুরে তিনি পুলিশ পাহারায় ক্যাম্পাস ছাড়েন। এ দিনই ছিল তাঁর শেষ কর্মদিবস। দুপুরে ভিসি গাড়িতে উঠে যাওয়ার পর সাংবাদিকরা ঘিরে ধরে তাঁর কাছে এই নিয়োগের বিষয়ে জানতে চান। কিন্তু তখন ভিসি কোন জবাব দেননি। শুধু বলেছেন, ‘আপনারা ভাল থাকেন, আমার জন্য দোয়া করবেন।’

ভিসি চলে যাওয়ার পরই নিয়োগপ্রাপ্তরা যোগদান করেন। প্রশাসন ভবনে তাঁদের কাগজপত্র নিয়ে ছোটাছুটি করতে দেখা যায়। নিয়োগ পাওয়া অধিকাংশই সাবেক ও বর্তমান ছাত্রলীগের নেতাকর্মী বলে জানা গেছে।

অধ্যাপক এম আব্দুস সোবহান ২০১৭ সালে ৭ মে উপাচার্য হিসাবে চার বছরের জন্য নিয়োগ পান। নিয়োগ যোগ্যতা শিথিল করে মেয়ে ও জামাতাকে নিয়োগ, বক্তব্যে জয়হিন্দ বলাসহ নানা বিতর্কিত কাজের জন্য মেয়াদের বেশির সময় ছিলেন আলোচনায়। সর্বশেষ বিতর্কিত এডহক নিয়োগের ফলে ক্যাম্পাসে পরিস্থিতি আরও ঘোলাটে হবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

বিদায় বেলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য এডহক নিয়োগের ফলে ক্যাম্পাসের স্থিতিশীল পরিবেশ বিনষ্ট হবে বলে মনে করছেন বিশ্ববদ্যালয়ের সিনিয়র অধ্যাপকরা। তারা বলছেন, এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। পাশাপাশি সরকারকে বৃদ্ধা আঙ্গুলি প্রদর্শন করা হলো।

দুর্নীতি বিরোধী শিক্ষকদের মুখপাত্র অধ্যাপক সুলতান উল ইসলাম টিপু বলেন, এ নিয়োগের ফলে পরবর্তীতে যে প্রশাসন আসবে তাকে এর মাশুল দিতে হবে। ইউজিসি যদি এডহকের বেতন দিতে অস্বীকৃতি জানায় তখন ক্যাম্পাসে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হবে।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আশরাফুল আলম খান বলেন, এ নিয়োগের ফলে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছ। এছাড়া পরবর্তী ভিসি যিনি হবেন তার জন্য চ্যালেঞ্জি হবে। কারণ এতোগুলো লোকের বেতন ভাতা, চাকরি স্থায়িকরণে চাপ। এই নিয়োগ লজ্জাজনক দৃষ্টান্ত হয়ে থাকবে।

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.