সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০৫:২৬ pm

সংবাদ শিরোনাম ::
নাচোলের কৃতিসন্তান সানাউল্লাহ নতুন নির্বাচন কমিশনার হিসেবে শপথ গ্রহণে এলাকাবাসীর অভিনন্দন রাজধানীতে প্রেসক্লাবে ব্যাটারিচালিত রিকশাচালক, যান চলাচল বন্ধ একতরফা নির্বাচন গায়ের জোরে করতে চাই না কেউ : নতুন সিইসি গাজীপুরে দুর্ঘটনায় নিহর শিক্ষার্থী সাকিবের লাশ রাজশাহীতে দাফন কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন গোদাগাড়ীতে প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আমবাগান থেকে বাঘায় দিনমুজুরের গলাকাটা লাশ উদ্ধার নগরীতে জেলা কৃষকলীগ সভাপতি তাজবুল ইসলামসহ ১৫ জন গ্রেপ্তার নাচোলে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ১৪৮তম শাখা উদ্বোধন গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম চেয়েছিলেন শেখ হাসিনা : সাকি তানোরে আলু বীজে মহাসিন্ডিকেট, দ্বিগুন দামে দিশেহারা চাষীরা! দুর্গাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিক সরকারের দাফন সম্পন্ন দুর্গাপুরে বিএনপি’র আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার তানোরে সার বিতরণে অনিয়ম ও পাঁচার রোধে হট্টগোল মারপিট দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি
বাগমারায় ভূমিদস্যু মোজাম্মেলের নির্যাতনের শিকার প্রতিবন্ধী বাবুল

বাগমারায় ভূমিদস্যু মোজাম্মেলের নির্যাতনের শিকার প্রতিবন্ধী বাবুল

রাশেদুল হক ফিরোজ, নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাগমারা প্রতিবন্ধী বাবুল হোসেনের ভোগদখলীয় সম্পতিতে জোরপূর্বক দখল সহ মামলা হয়রানি করে জেলহাজতে প্রেরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে প্রতিবন্ধী বাবুল হোসেন। বাবুল হোসেনের বাড়ি উপজেলার নরদাশ ইউনিয়নের সাঁইধারা গ্রামে। মঙ্গলবার বেলা ১১টায় বাগমারা প্রেসক্লাব উপস্থিত হয়ে একই এলাকার ভূমিদস্যু প্রভাবশালী মোজাম্মেল হকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন তিনি।

বাবুল হোসেন সম্মেলনে বলেন, মোজাম্মেল হক উপজেলার সাঁইধারা গ্রামের প্রভাবশালী ব্যক্তি এবং তার নির্দেশনায় চলে গ্রামের বিভিন্ন শালিস দরবার। তার বিরুদ্ধে কথা বললেই শুরু হয় হামলা, মামলা আর হত্যার হুমকী। তার ভয়ে অতিষ্ঠ গ্রাম সহ এলাকাবাসী। সম্প্রতি নরদাশ ইউনিয়নের মৃত জোনাব আলীর প্রতিবন্ধী ছেলে বাবুল তাদের পৈত্রিক সম্পত্তিতে বসাবস করে আসছিল। তার আরেক বোন নুরজাহানের নিকট থেকে একশত জমি ক্রয়ের জন্য  বিশ হাজার টাকা বায়না প্রদান করেন। সেই জমি গোপনে প্রভাবশালী মোজাম্মেল হক নিজের নামে রেজিষ্ট্রি করে নেয় এরপর থেকে শুরু হয় দ্বন্দ্ব। মোজাম্মেল হক জোর পূর্বক ওই জমিতে বাঁশের বেড়া দিয়ে রাখে।

মোজাম্মেল হক বর্তমানে সাঁইধারা গ্রাম পরিচালনা কমিটির সভাপতি। গ্রামের একক আধিপত্য ধরে রাখতে তার নেতৃত্বে গ্রামে রয়েছে একটি বাহিনী। যারা সর্বদায় সন্ত্রাসী কর্মকা-ে লিপ্ত থাকে। সন্ত্রাসী বাহিনীর তান্ডবে লন্ডভন্ড হয়ে গেছে ওই গ্রামের প্রায় অর্ধশত পরিবার। গ্রামের প্রতিবন্ধীসহ নিরীহ লোকজনকে মারপিট, জমি দখল, গোরস্থান দখল, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাংচুর। সব কিছুই চলে মোজাম্মেল হকের ইশারায়। সন্ত্রাসী মোজাম্মেল হক সহ তার বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে পুরো গ্রামের লোকজন।

এ ঘটনায় সন্ত্রাসী মোজাম্মেল হক ও তার বাহিনীর ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১০/১২ জনের নামে বাগমারা থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। জমি-জমা নিয়ে বিরোধের সৃষ্টি হওয়া সেই ঘটনায় উভয় পক্ষ মামলা দায়ের করে। ওই মামলায় উভয় পক্ষের ১৯ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।

ভুক্তভোগীরা জানান, মোজাম্মেল হক এলাকায় জমি ক্রয়ের নামে তান্ডব শুরু করেছেন। তিনি একজনের জমি ক্রয় করে অন্য জনের জমি দখল করেন। জমি ক্রয়ের নামে ওই গ্রামের এক প্রতিবন্ধী বাবুল হোসেনের গোরস্থানের জমিও দখল করতে বাদ রাখেননি। এদিকে জমিজমা ও ভিটেমাটি হারিয়ে নিঃস্ব প্রতিবন্ধী বাবুল এখন পথে পথে ঘুরে বেড়াচ্ছে। তিনি প্রশাসন সহ সর্বস্থরে এর সুবিচার দাবী করেছেন। সংবাদ সম্মেলনে ভূক্তভোগী পরিবারের লোকজনের মধ্যে উপস্থিত ছিলেন, জাফর আলী, আইনাল হক, নুরুল ইসলাম, নওসাদ আলী, আরশাদ আলী, সুশীল চন্দ্র ও চন্দন কুমার প্রমূখ।

বাগমারা থানার কর্মকর্তা ইনচার্জ মোস্তাক আহম্মেদ বলেন, আমরা ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেছি। উভয় পক্ষই আদালতে মামলা দায়ের করেছে। এলাকায় শান্তি শৃংখলা বজায় রাখতে পৃথক মামলায় উভয় পক্ষের আসামীদের গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আজকের তানোর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.