শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, সময় : ১০:২০ am
বগুড়া প্রতিনিধি :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আদমদীঘি উপজেলা আওয়ামী লীগ ও সদর ইউনিয়ন আওয়ামী লীগের যৌথ উদ্যোগে রোববার সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুড়ালে মাল্যদান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীঘায়ু কামনা করে দোয়া মাহফিল করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ সিরাজুল ইসলাম খান রাজু, সহ-সভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার, সাংগঠনিক সম্পাদক সুমিনুল ইসলাম সুমন, বীর মুক্তিযোদ্ধা আবির উদ্দীন, হাফিজার রহমান, আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলাম মন্টু, শহিদুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বাবলু, আনোয়ার হোসাইন, ছাত্রলীগ নেতা আরিফিন খান তনু প্রমুখ।