শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৯:৪০ pm
নিজস্ব প্রতিবেদক : দেশের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সংগঠন সাইকোলজি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (পিএসএ) প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ সেশনের মিম মারিহা মৃধাকে সভাপতি ও ২০১৭-১৮ সেশনের সালমান রশিদ শান্তকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
শুক্রবার (৩০ এপ্রিল) বেলা ৩ টায় সংগঠনের বার্ষিক সাধারণ সভা শেষে কমিটি ঘোষণা করেন প্রতিষ্ঠাতা আহ্বায়ক আব্দুল লতিব সম্রাট।
কমিটিতে সহ-সভাপতি সাদিয়া সুলতানা নিশাত (ইবি) ও ইফফাত জাহান শমী (বশেমুরবিপ্রবি), যুগ্ম সাধারণ সম্পাদক সানজিদা মেহেরিন (শাবিপ্রবি), সাংগঠনিক সম্পাদক রাফিউর রহমান (তেজগাঁও কলেজ), সহ-সাংগঠনিক সম্পাদক অনুপমা আনজুম (হাবিপ্রবি), আনিকা তাবাসসুম (ইডেন কলেজ), কোষাধ্যক্ষ মিনহাজ উদ্দিন (রাবি), সহকারী কোষাধ্যক্ষ হৃদয় ইফতেখার ইফতি (বাহার কলেজ), প্রচার ও প্রচারণা সম্পাদক রিফাত হাসান রবিন (বশেমুরবিপ্রবি), সহকারী প্রচার ও প্রচারণা সম্পাদক জারিন তাসনিম (শাবিপ্রবি), আরাফাত বাদশা (নোবিপ্রবি), দপ্তর সম্পাদক নোয়েল নাহিদ টিপ (রাবি), সহকারী দপ্তর সম্পাদক তামান্না তাজরীন তিশা (কুবি)।
এছাড়াও আফিয়া সুলতানা, আয়শা সিদ্দিকা আশা, সুমাইয়া বিনতে আজাদ, আতিক মোহাম্মদ জুবায়ের, নাফিসা জাহান, জিনাত ইমু, সজল মুহিব, মারিয়া হায়দার শান্তা, ফৌজিয়া কালাম কান্তা, আফসানা আফরিনকে নির্বাহী সদস্য করা হয়েছে।
এর আগে ২০২০ সালের ১২ মার্চ রাবি মনোবিজ্ঞান বিভাগের কয়েকজন শিক্ষার্থীর হাত ধরে যাত্রা শুরু করে পিএসএ। মহামারীর এমন পরিস্থিতিতে পিএসএ অনলাইনভিত্তিক সেবা দিয়ে আসছে। শিক্ষার্থীদের জ্ঞানের বিকাশ ঘটানো এবং সকলের মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিভিন্ন ওয়ার্কশপ, সেমিনার, ফেসবুক লাইভ আয়োজন করেছে। এছাড়াও অভিজ্ঞ মনোবিজ্ঞানীদের দ্বারা টেলিকাউন্সেলিং সেবা দিয়ে আসছে পিএসএ। আজকের তানোর