বৃহস্পতিবর, ২১ নভেম্বর ২০২৪, সময় : ১২:২৩ pm
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর তানোরে হিন্দু সম্প্রদায়ের এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একজন নামধারী ব্যক্তিসহ বেশ কয়েকজনকে অজ্ঞাতনামা আসামী করে নিহতের বাবা নির্মল দাস বাদী হয়ে তানোর থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
আজ (২৯ এপ্রিল) বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বংশিধরপুর এলাকার একটি রাস্তার পাশ থেকে ওই যুবকের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। নিহত যুবকের নাম প্রকাশ দাস (২০)। তিনি তানোর উপজেলার কলমা ইউপির চোরখোর এনায়েতপুর গ্রামের নির্মল দাসের পুত্র। ওই যুবক রাজশাহী মহানগরীর একটি হোটেলে কাজ করতেন। করোনা পরিস্থিতির কারণে নিজ গ্রামের বাড়িতে অবস্থান করছিলেন তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ২৮ এপ্রিল রাতে প্রকাশ দাস নিজ এলাকার পরিচিত লোকদের সাথে ক্যারাম বোর্ড খেলছিলেন। তারপর থেকে নিখোঁজ হন তিনি। পরিবারের লোকজন রাতে অনেক খোঁজাখুঁজি করেও সন্ধ্যান পাননি। পরে আজ ২৯ এপ্রিল বৃহস্পতিবার সকালে স্থানীয়রা রাস্তার পাশে তার গলা কাটা লাশ দেখতে পান। এরপর তারা পরিবারকে জানাই। পরে পরিবারের লোকজন তানোর থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠান। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন তানোর-গোদাগাড়ী সার্কেল সিনিয়র এ এসপি আব্দুর রাজ্জাক খাঁন ।
এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান বলেন, ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিয়ে নিহতের পিতা নির্মল দাস বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ও গলায় ক্ষত চিহ্ন পাওয়া গেছে। নামধারী ওই আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে। আজকের তানোর