বৃহস্পতিবর, ০৯ জানুয়ারি ২০২৫, সময় : ০২:২৫ am
বরেন্দ্র অঞ্চল প্রতিবেদক :
রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌর বাজারের মার্কেট ব্যবসায়ী সমিতির পূর্বের নয়া সভাপতি জিয়াউর হক তুহিন ও জুলমাত আলী হান্নানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে নতুন ভাবে আবারও তাদের নাম ঘোষণা করা হয়েছে।
শুক্রবার সকাল হতে দিনব্যাপি গোদাগাড়ী উপজেলার সাফিনা পার্কে সমিতির উদ্যোগে বার্ষিক বনভোজন ও আলোচনা সভায় তাদের নাম ঘোষণা করা হয়। সভায় সমিতির সহসভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, মুন্ডুমালা বাজার বণিক সমিতির সাবেক সভাপতি ব্যবসায়ী আব্দুল কাদের।
সভায় সর্ব সম্মিতিক্রমে তুহিন ক্লথ স্টোরের মালিক জিয়াউর হক তুহিনকে সভাপতি আর ব্যবসায়ী জুলমত আলী হান্নানকে সাধারণ সম্পাদক করে নাম ঘোষণা করে অনুষ্ঠানের প্রধান অতিথি আব্দুল কাদের।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক আফসারুজ্জামান প্রামণিক, প্রবীন ব্যবসায়ী এরফান আলী ও মিজানুর রহমান মুন্টুসহ সমিতির প্রায় দুই শতাধিক সদস্য এবং স্থানীয় গন্যমাণ্য ব্যক্তি উপস্থিত ছিলেন। ই/তা