বৃহস্পতিবর, ০৯ জানুয়ারি ২০২৫, সময় : ০২:৫৭ am
এম এম মামুন :
রাজশাহীর পবা উপজেলা প্রশাসনের আয়োজনে বই পড়া কর্মসূচির আওতায় চরাঞ্চলের তিন শিক্ষার্থীকে পুরুস্কৃত করা হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) পবা উপজেলার চর নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল।
এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তোমাদের পাঠ্য বইয়ের পাশাপাশি আরও অনেক বই পড়তে হবে। শিক্ষার্থীদের নিজেদের পেশাগত উন্নয়নের জন্য পাঠ্যবই পড়তে হবে। পাশাপাশি মানসিক উৎকর্ষ ও পরিপূর্ণ মানুষ হয়ে গড়ে উঠার জন্য পাঠ্যবই ছাড়াও অনেক বই পড়তে হবে।
তিনি আরো বলেন, একমাত্র বই পড়ার মাধ্যমেই মানুষের ভিতর সত্যিকারের মূল্যবোধ জাগ্রত হয়। আর মূল্যবোধই পারে আলোকিত মানুষ গড়ে তুলতে।
পবা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. জাহিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মু. রেজা হাসান। এম এম মামুনবই পড়ে পুরস্কার পেল চরাঞ্চলের তিন শিক্ষার্থী। রা/অ