শনিবর, ০৪ জানুয়ারি ২০২৫, সময় : ১২:৩৬ pm
নিজস্ব প্রতিবেদক :
টঙ্গী ময়দানে হামলাকারী সাদপন্থী ওয়াসিফুল ইসলাম ও রাজশাহীর সাদপন্থী নেতা ডা. আমিনুল ইসলাম, প্রিন্সিপাল আবু বকর, প্রফেসর নুরুল ইসলাম, ডা. গোলাম মোর্শেদ, ও সিএন্ডবি মসজিদের ইমাম মাওলানা গোলাম আজম আবদুল্লাহসহ অন্যান্যদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী এবং সন্ত্রাসবাদী কার্যকলাপের কারণে রাজশাহী মারকাজ মসজিদে প্রবেশে বারিতসহ সাদপন্থীদের সকল কর্মকাণ্ড স্থায়ীভাবে নিষিদ্ধকরণ ও পাঁচদফা দাবিতে তাবলিগ জামাতের রাজশাহীর জুবায়েরপন্থীরা।
সারাদেশের সব মসজিদে সাদপন্থীদের প্রবেশ ও আমল নিষিদ্ধ করারও দাবি জানানো হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টায় রাজশাহী নগরীর উপশহর মারকাজ মসজিদ চত্বরে সংবাদ সম্মেলন করে তারা এসব দাবি তুলে ধরেন জুবায়েরপন্থীরা।
তাদের দাবিগুলো হলো- টঙ্গীর ইজতেমা ময়দানে জুবায়েরপন্থীদের ওপর হামলাকারী সাদপন্থীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা; রাজশাহী মহানগর ও জেলার সকল মসজিদে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা; রাজশাহীর সাদপন্থীদের গ্রেপ্তার, গত ১৮ ডিসেম্বরের ওই ঘটনার সময় রাজশাহীর যেসব সাদপন্থী ইজতেমা ময়দানে হত্যার সঙ্গে জড়িত ছিলেন তাদের দ্রুত গ্রেপ্তার এবং সারাদেশের মসজিদে সাদপন্থীদের প্রবেশ ও আমল নিষিদ্ধ করা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আবদুল্লাহ তালহা।
তিনি বলেন, সাদপন্থীদের বর্বরতা দেশ ও বিদেশে ইসলাম এবং শান্তিপ্রিয় মুসলমানদের ব্যাপারে ভুল মেসেজ পৌঁছে দিচ্ছে। তাই তাবলিগের নামে এ জাতীয় কার্যকলাপ বাংলাদেশের মতো একটি শান্তিপ্রিয় মুসলিম দেশে কিছুতেই চলতে দেওয়া যায় না। তাই তারা সাদপন্থীদের সবখানে নিষিদ্ধের দাবি জানাচ্ছেন।রোববার উপশহর মারকাজ মসজিদে জুবায়েরপন্থীদের যাওয়া নিয়ে আগে থেকেই উত্তেজনা ছিল। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে পুলিশ মোতায়েন ছিল। তবে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। রা/অ